শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

ফের ধীরে ধীরে বাড়ছে করোনা। এই অবস্থায় কোনওরকম ঝুঁকি নিতে চায় না কেন্দ্রীয় সরকার। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
স্কুলে স্কুলে বিশেষ টিকাকরণ কর্মসূচি গ্রহণের কথা ঘোষণা করেছেন। তাঁর বলেন, টিকাকরণের মাধ্যমেই করোনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সে কারণেই বিশেষভাবে গুরুত্ব দিতে হবে ‘প্রিকশন ডোজ’-এ। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী জানান, ৯৬ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিকের ভ্যাকসিনের অন্তত একটি ডোজ পেয়ে গিয়েছেন। ৮৫ শতাংশ নাগরিক যাদের বয়স ১৫ বছরের বেশি তাদের দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। তিনি বলেন, এখন প্রিকশন ডোজ দেওয়া কাজ শুরু হয়েছে। তাই এই ডোজ প্রাপ্তবয়স্করা এবার থেকে নিতে পারবেন। রাজ্যে নাগরিকরা যাতে করোনা প্রতিরোধে এই ডোজ নেন সে বিষয়ে তাঁদের উৎসাহিত করতে রাজ্যগুলিকে পরামর্শে দিয়েছেন প্রধানমন্ত্রী।

Skip to content