শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

অবশেষে শুরু হল ক্যানসারের টিকার ট্রায়াল প্রক্রিয়া। লন্ডনের ইম্পিরিয়াল কলেজ এনএইচএস হেলথকেয়ার ট্রাস্ট এবং ইম্পিরিয়াল কলেজের বিজ্ঞানীদের নেতৃত্বে মোবিলাইজ ট্রায়াল শুরু হয়েছে। কোভিডের টিকা তৈরিতে ব্যবহৃত হয়েছিল এমআরএনএ। এই একই প্রযুক্তিই ক্যানসারের টিকা তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞানীদের আশা, এমআরএনএ প্রযুক্তি ক্যানসারের কোষগুলিকে ধ্বংস করতে সাহায্য করবে।
ক্যানসারের টিকার ট্রায়াল প্রক্রিয়া চলছে ব্রিটিশ সরকারের নজরদারিতে। পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথ হাসপাতালে টিকা প্রস্তুতকারী সংস্থা মডার্না ট্রায়াল প্রক্রিয়াটি পরিচালনা করছে। এই হাসপাতালের রোগীদের মধ্যেই প্রথম এমআরএনএ-৪৩৫৯ টিকা দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে গবেষকেরা দাবি, মূলত ফুসফুসের ক্যানসার, ত্বকের ক্যানসার এবং অন্যান্য সলিড টিউমারের বিরুদ্ধে এই টিকা একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করবে।
আরও পড়ুন:

ওষুধ খেয়েও বশে থাকছে না রক্তচাপ? সুস্থ থাকার এই সব ঘরোয়া উপায় জানা আছে?

মুভি রিভিউ: ‘সজনী শিন্ডে কা ভাইরাল ভিডিয়ো’ সামাজিক বার্তা দেয়

প্রথম যাঁকে টিকা দেওয়া হয়েছে তাঁর বয়স ৮১ বছর। তিনি বহু বছর ত্বকের ক্যানসারে আক্রান্ত। ওষুধ এবং চিকিৎসা তেমন সাড়া পাওয়া যায়নি। তাই তিনি এই টিকার ট্রায়ালে অংশ নিয়েছেন। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বহু বছর ধরে এমআরএনএ প্রতিষেধকের প্রয়োগ নিয়ে গবেষণা চলছে। তবে কোভিডের জন্য সেই গবেষণা আরও গতি পায়।
আরও পড়ুন:

খাই খাই: কিছুতেই মাংস সিদ্ধ হচ্ছে না? মটন কষা রান্নার আগে জেনে নিন এই ৪টি উপায়

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩১: শ্রীমার পঞ্চতপা ব্রতানুষ্ঠান

গবেষকদের কথায়, এমআরএনএ আমাদের দেহকে জোরদার লড়াইয়ের জন্য এক ধরনের ভাইরাল প্রোটিন তৈরির জন্য প্রস্তত করে। এই ভাইরাল প্রোটিন করোনা ভাইরাসের মতো জীবাণুর সঙ্গে শক্তিশালী লড়াই চালিয়ে যেতে অ্যান্টিজেন উৎপাদনে সাহায্য করে। ঠিক একই রকম ভাবে এমআরএনএ প্রযুক্তির কাজ হবে ক্যানসার কোষগুলিকে খুঁজে সেগুলিকে ধ্বংষের জন্য শরীরের প্রতিরোধতন্ত্রকে প্রয়োজনীয় নির্দেশ দেবে।

Skip to content