গত ২৪ ঘণ্টার মধ্যে দিল্লিতে আরও এক জন মাঙ্কিপক্স আক্রান্তের হদিস পাওয়া গিয়েছে। এলএনজেপি হাসপাতালে মাঙ্কি পক্সে আক্রান্ত ওই মহিলাকে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তিনি আফ্রিকার একটি দেশের নাগরিক। মহিলার দেহে ফোস্কা, জ্বর-সহ নানা উপসর্গ দেখা দিয়েছে।
সোমবার আফ্রিকার একটি দেশের ৩৫ বছরের এক নাগরিকের দেহে মাঙ্কিপক্স সংক্রমণের সন্ধান মিলেছিল দিল্লিতে। আক্রান্ত ওই রোগীকেও দিল্লি সরকারি এলএনজেপি হাসপাতালে ভর্তি করানো হয়। সম্প্রতি তিনি বিদেশে ভ্রমণ করেননি বলে ওই আফ্রিকার ওই ব্যক্তির দাবি।
সোমবার আফ্রিকার একটি দেশের ৩৫ বছরের এক নাগরিকের দেহে মাঙ্কিপক্স সংক্রমণের সন্ধান মিলেছিল দিল্লিতে। আক্রান্ত ওই রোগীকেও দিল্লি সরকারি এলএনজেপি হাসপাতালে ভর্তি করানো হয়। সম্প্রতি তিনি বিদেশে ভ্রমণ করেননি বলে ওই আফ্রিকার ওই ব্যক্তির দাবি।
এই নিয়ে এখনও পর্যন্ত দেশে আট জনের দেহে মাঙ্কিপক্সের সন্ধান মিলেছে। কেরলে পঞ্চম জনের দেহে মাঙ্কিপক্স সংক্রমণের খোঁজ পাওয়া যায়। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা গর্গ জানিয়েছেন, আক্রান্ত যুবক সংযুক্ত আরব আমিরশাহি থেকে কেরলে ফিরেছিলেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, ৩০ বছর বয়সি ওই যুবক কোঝিকোড় বিমানবন্দরে গত ২৭ জুলাই নামেন। তাঁকে মলপ্পুরমের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু হয় কেরলের ত্রিশূরে। কেরল সরকারের পক্ষ থেকে সোমবার জানানো হয়, মৃত ২২ বছরের ওই যুবক কিছু দিন আগে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন।