সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

মাঙ্কি পক্স সংক্রমণ সারা বিশ্ব ক্রমশ বাড়ছে। শনিবার কানাডার পাবলিক হেলথ এজেন্সি-র তথ্য অনুযায়ী সে দেশে এখনও পর্যন্ত ৬৮১ জন মাঙ্কি পক্স সংক্রমণে আক্রান্ত হয়েছেন। সংক্রমণের গুরুত্ব বুঝে পদক্ষেপ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এবার মাঙ্কি পক্স সংক্রমণ ঠেকাতে সারা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
মাঙ্কি পক্স বিশেষজ্ঞেরা বৃহস্পতিবার এ নিয়ে একটি জরুরি বৈঠকে বসেন। মাঙ্কি পক্স সংক্রমণ নিয়ে বিশ্ব জুড়ে এখনই জরুরি অবস্থা জারি করা দরকার কি না এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। বৈঠক শেষে বিশেষজ্ঞ কমিটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসকে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেয়। এর পরেই আজ শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কি পক্স সংক্রমণ রুখতে জরুরি অবস্থা ঘোষণা করল করে। এর আগে কোভিড-১৯ সংক্রমণ, দক্ষিণ আমেরিকায় জিকা ভাইরাস সংক্রমণ, পশ্চিম আফ্রিকায় ইবোলা সংক্রমণ ঠেকাতেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জরুরি অবস্থা ঘোষণা করেছিল।


Skip to content