শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫

ছবি প্রতীকী

ক্রমশ একের পর এক দেশে থাবা বসাচ্ছে মাঙ্কিপক্স সংক্রমণ। ইউরোপ ও উত্তর আমেরিকার পর অস্ট্রেলিয়াতেও এবার হাজির মাঙ্কি ভাইরাস বা মাঙ্কিপক্স। ঘটনার গুরুত্ব বুঝে নড়ে চড়ে বসল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য শুক্রবার আইসিএমআর এবং জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র-কে পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে আর বলা হয়েছে, আক্রান্ত দেশ থেকে আসা অসুস্থ যাত্রীদের আলাদা রেখে তাঁদের পরীক্ষার জন্য নমুনা এনআইভি পুনে-তে পাঠাতে হবে। পাশাপাশি বিমানবন্দরগুলিকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার আমেরিকায় সনাক্ত হয়েছে এই ভাইরাস। সুইডেন, জার্মানি, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া এবং কানাডাতে শুক্রবারই মাঙ্কিপক্স সংক্রমণের ঘটনা সামনে এসেছে। অনেক মানুষ আক্রান্ত হয়েছে পর্তুগাল ও স্পেনে। শুধু স্পেনেই ২৩জন আক্রান্ত হয়েছেন একদিনে। ব্রিটেনে ২০ জনের দেহে এই ভাইরাসে অস্থিত্ব পাওয়া গিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার এ নিয়ে জরুরি বৈঠকে বসেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে মোট ১১টি দেশের ৮০জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত। মাঙ্কিপক্স-এর আক্রান্ত সন্দেহে আরও ৫০জনের শারীরিক পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্ট হাতে এলে বোঝা যাবে নতুন করে আর কোন কোন দেশে থাবা বসাল এই ভাইরাস। এদিকে মাঙ্কিপক্স নিয়ে চিকিৎসা বিজ্ঞানীর পাশাপাশি চিকিৎসকেরাও উদ্বিগ্ন।

Skip to content