সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

এডসের হাত থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া যায় না, এই ধারণা বোধহয় এবার ভাঙার সময় এসে গিয়েছে। বিশ্বের চতুর্থ ব্যক্তি হিসেবে এইডস রোগ থেকে মুক্তি পেলেন ৬৬ বছর বয়সি এক ব্যক্তি। তবে শুধু এডস নয়, একই সঙ্গে তিনি ক্যানসারেও আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাটি আমেরিকার ক্যালিফোর্নিয়ার।
শুক্রবার কানাডার মন্ট্রিয়েলে শুরু হওয়া বিশ্ব এডস সম্মেলনে বিজ্ঞানীরা এই খবর প্রকাশ্যে আনেন। একই সঙ্গে এডস ও ক্যানসার থেকে মুক্তি এই বিরল চিকিৎসায় সাফল্য চিকিৎসকদের। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে এডস ভাইরাস থেকে সুরক্ষা পান তিনি।
ওই ব্যক্তি ১৯৮৮ সালে এডস এবং ২০১৯ সালে তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত হন। এই রকম পরিস্থিতিতে চিকিৎসকরা তাঁর বোন ম্যারো প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন। অর্থাৎ হাড়ের মজ্জায় যে জায়গায় রক্তকণিকা তৈরি হয়, তাই-ই প্রতিস্থাপন করা হয়। এক্ষেত্রে এডস-ক্যানসার আক্রান্ত ওই রোগীকে যিনি স্টেম সেল দিয়েছিলেন তাঁর দেহে ‘সিসিআর ৫’ জিন অনুপস্থিত ছিল। ওই জিনের অনুপস্থিতি এইচআইভি ভাইরাসকে প্রতিহত করতে সাহায্য করে। ফলস্বরূপ ওই রোগী বোন ম্যারো প্রতিস্থাপনের পর সুস্থ পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন।

Skip to content