বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি, ২০২৫


গ্যাস্ট্রোলজিস্ট ডাঃ সঞ্জয় মন্ডল

কথায় বলে ঈশ্বর চাইলে সব পারেন। ঈশ্বর তো অপার্থিব এক সত্তা। ঈশ্বরের ধারণাকে যদি পার্থিব আধারে ধারণ করা হয়, তবে উপরিউক্ত উক্তিটি খানিক এরকম হতে পারে—একজন চিকিৎসক চাইলে হয় তো অনেক কিছু করতে পারেন! আর সেটা আরও একবার প্রমাণিত হয় গেল।
৮৪ বছর বয়স্কা এক বৃদ্ধা যার ওজন মাত্র ৩০ কেজি, তার শরীর থেকে বেরিয়ে এসেছে বৃহদন্ত্রের শেষাংশ সহ ক্ষতবিক্ষত পায়ুদ্বারটি। শরীর থেকে ফুটখানেক ঝুলতে থাকা পায়ুদ্বারটি আলসারে ক্ষতবিক্ষতপ্রায়, অবিরত রক্তপাত হচ্ছে সেখান থেকে। শুধু এইটুকুই নয় এই ভয়ানক অবস্থার পাশাপাশি বৃদ্ধা করোনা আক্রান্তও বটে। বলাই বাহুল্য যে বাড়ির লোকের দীর্ঘ অবহেলার ফলস্বরূপই অবস্থা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। প্রবল ঝুঁকি নিয়ে করা হল অস্ত্রোপচার। আমরি হাসপাতালের গ্যাস্ট্রোলজিস্ট সঞ্জয় মন্ডল ‘কম্বাইন্ড স্পাইনাল’ এবং ‘এপিডুরাল’ ব্যবহার করে বিশেষ অ্যানাস্থেশিয়ার মাধ্যমে বৃদ্ধার অস্ত্রোপচার করেন।

চিকিৎসকের মতে, ‘রোগিণীর অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি বাড়িতে অবহলিত। নাহলে কখনওই একদিনে পায়ু শরীর থেকে এইভাবে বেরিয়ে আসতে পারে না। আমরা প্রথমে অপারেশনের ঝুঁকি নিতে চাইছিলাম না। কিন্তু শেষপর্যন্ত অন্য কোনও উপায় না পেয়ে বিশেষ পন্থা অবলম্বন করে আমরা অপারেশন করি। সেই অপারেশন সফলও হয়। রোগিণী এখন ভালো আছেন।’

Skip to content