রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে সংক্রমণের হার ও সক্রিয় রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ৩ হাজার ৩০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। মৃত্যু হয়েছে ৩৯ জনের। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৩ জন। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৯৮০। এই মুহূর্তে সংক্রমণ এবং সুস্থতার যথাক্রমে ০.৬৬ শতাংশ ও ৯৮.৭৪ শতাংশ। উল্লেখ্য, দেশে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ২৮ হাজার ১২৬ জন, আর মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৬৯৩ জনের।


Skip to content