রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী।

আবার উদ্বেগ বাড়ছে দেশে। লাফিয়ে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে রাজধানী দিল্লিতেও। পরিস্থিতি মোকাবিলায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে দিল্লি সরকার। আপ সরকার এ নিয়ে বৃহস্পতিবার নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, যাঁদের করোনার উপসর্গ রয়েছে, তাঁদের মাস্ক ব্যবহার করতে।
বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, ‘‘সরকার নির্দেশিকা জারি করেছে। যাঁদের জ্বর-সহ করোনার উপসর্গ রয়েছে, তাঁদের মাস্ক পরতে হবে।’’ যে ভাবে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে, তার জন্য সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবে চিকিৎসকরাও মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন:

প্রসঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান: মাঝে মাঝেই মাথাব্যথায় ভুগছেন? মাইগ্রেন নয় তো

হাত বাড়ালেই বনৌষধি: সারা বছরের বন্ধু ‘কলা’

দিল্লিতে বুধবার করোনা আক্রান্ত হয়েছেন ৩০০ জন। গত ৩১ অগস্টের পর এই প্রথম এত সংখ্যক মানুষ আক্রান্ত হলেন। এখন পর্যন্ত রাজধানী দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৩৬১ জন মানুষ। মৃত্যু হয়েছে ২৬ হাজার ৫২৬ জনের। পরিস্থিতির গুরুত্ব বুঝে শুক্রবার স্বাস্থ্যকর্তাদের সঙ্গে আরও একটি বৈঠকে বসার কথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের।

Skip to content