রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

দেশে ক্রমশ করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এই আবহে শীঘ্রই কেন্দ্রের কোউইন অ্যাপে মিলতে পারে কোভোভ্যাক্স। ফলে শুধু কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের নয়, আরও একটি টিকা বুস্টার হিসাবে পাওয়া যেতে পারে। সূত্রের খবর, বিনা জিএসটিতে ওই টিকার দাম ২২৫ টাকা হতে পারে।
সোমবার সংবাদ সংস্থা সূত্রে খবর, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি ওই টিকায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া ছাড়পত্র দিয়েছেন। তবে এখনও সরকারি ভাবে এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রক কোনও বিবৃতি জারি করেনি।
আরও পড়ুন:

আপাতত বৃষ্টি নয়, আরও বাড়বে গরম! কলকাতা-সহ জেলায় তাপমাত্রার পারদ কত থাকবে?

আবেদন খারিজ, অগ্নিপথ প্রকল্পের বৈধতা জনস্বার্থে বজায় রাখা দরকার, জানিয়ে দিল শীর্ষ আদালত

সংবাদমাধ্যম সূত্রে এও জানা গিয়েছে, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ডিরেক্টর প্রকাশকুমার সিংহ কোভোভ্যাক্সকে ২৭ মার্চ মাণ্ডবিয়াকে চিঠি লিখেছিলেন তাদের তৈরি ওই টিকাকে বিশ্বমানের টিকা হিসাবে উল্লেখ করেছিলেন।

স্বাদে-আহ্লাদে: ম্যাগি ভালোবাসেন? এই রেসিপি ট্রাই করে দেখেছেন?

স্কুলপড়ুয়াদের গ্রীষ্মের ছুটিতে কী কী করতে হবে, নির্দেশিকা জারি করে জানিয়ে দিল শিক্ষা দফতর

ইতিমধ্যেই ওই টিকাকে যে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএসএফডিএ)-এর পক্ষ থেকে সবুজ সঙ্কেত মিলেছে, প্রকাশ তাও চিঠিতে উল্লেখ করেছিলেন। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের ২টি টিকা নেওয়ার পর এটিকে বুস্টার হিসাবে ব্যবহার করা যেতে পারে।

Skip to content