শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

ধীরে ধীরে উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা মাত্র এক সপ্তাহ আগেই এক হাজারের গণ্ডি পেরিয়েছিল। এই সাত দিনের করোনা সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, বুধবার দেশে আক্রান্তের সংখ্যা দু’হাজারের গণ্ডি পার করেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,১৫১! এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১১, ৯০৩ জন। উল্লেখ্য, গত পাঁচ মাসে এই সংখ্যা সর্বোচ্চ। এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
আরও পড়ুন:

রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভিজতে পারে, সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও

মহাকাব্যের কথকতা, পর্ব-৪: অপবাদ এবং রামচন্দ্রের সুশাসনের রামরাজত্ব

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাত জনের। এর মধ্যে মহারাষ্ট্রে তিন জন, কেরলে তিন জন এবং কর্নাটকে এক জন প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৩০,৮৪৮।

বেশি বয়সের মহিলারা কেন অল্প বয়সি তরুণদের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন?

ভবিষ্যবাণী: খারাপ সময়ের মধ্যে যাচ্ছেন! গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে কী কী নিয়ম পালন করতে হবে

তবে সংক্রমণের হার সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১.৫১ শতাংশ। গত সপ্তাহে এই হার ছিল ১.৫৩ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৪.৪৭ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও চিকিৎসকদের একাংশের কথায়, এখনই কোভিড নিয়ে উদ্বেগের কিছু নেই। তাঁরা কোভিড পরীক্ষা এবং টিকাকরণের উপর জোর দেওয়ার কথা বলেছেন।

Skip to content