শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ৫,২৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩,৩৪৫ জন। একদিনে মৃত্যু হয়েছে সাতজনের। তবে সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ১,৮৮১ জন। রিপোর্ট বলছে, সংক্রমণ বৃদ্ধির হার ৮০ শতাংশ। মুম্বইয়ে একদিনে আক্রান্ত হয়েছেন ১২০০-রও বেশি মানুষ। শতাংশের হিসেবে বৃদ্ধির হার ৮৩ শতাংশ। বেড়েছে হাসপাতালে ভরতির হারও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২৮ হাজার ৮৫৭ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৩৬ হাজার ৭১০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। পাশাপাশি করোনার টিকা পেয়েছেন দেশে প্রায় ১৯৪ কোটি ৪৩ লক্ষের বেশি মানুষ।


Skip to content