শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

রাজ্যেও ধীরে ধীরে বেড়েই চলছে করোনা সংক্রমণ। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেল। পাল্লা দিয়ে বাড়ছে পজিটিভিটি রেটও। রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে করোনা গত ২৪ ঘণ্টায় মোট ২৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। একই সময় কলকাতায় সংক্রমিত হয়েছেন ১০৫ জন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ৬৮ জন এবং ১৩ জন। করোনা আক্রান্তের সন্ধান মিলেছে হুগলি, নদিয়া, হাওড়া, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূমেও। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একদিনে ৫৮ জন সুস্থ হয়েছেন। এখন ৩০ জন করোনা আক্রান্ত হাসপাতালে ভর্তি আছেন। ১০০৭ জন হোম আইসোলেশনে রয়েছেন। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১০৩৭ জনে। আর সুস্থতার হার ৯৮.৯০ শতাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যদপ্তর টিকাকরণে গতির আনারও নির্দেশ দিয়েছে। পাশাপাশি, চিকিৎসকদের বার বার সতর্ক করে বলছেন সংক্রমণ ঠেকাতে হলে কোভিডবিধি মেনে চলতেই হবে।
অন্যদিকে, পর পর দু’দিন দিল্লিতে সংক্রমণের সংখ্যা হাজারের ওপরে থাকল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রিপোর্ট বলছে, বুধবার দিল্লিতে নতুন করে ১,৩৭৫ জন আক্রান্তের হয়েছেন। কারও মৃত্যু হয়নি। গত মঙ্গলবার ১,১১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

Skip to content