ছবি প্রতীকী
ক্যানসার নেই কোনও উত্তর! তবে মারণ রোগ ক্যানসারের বিরুদ্ধে লড়াই কি এ বার অনেকটা সহজ হবে? সম্প্রতি একটি গবেষণার ফলাফলে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আবিষ্কৃত একটি নতুন ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের পর আশার আলো দেখছেন গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের একাংশ। পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা ওষুধটির নাম ‘ডসটারলিম্যাব’। এটি আমেরিকায় এক পরীক্ষাগারে প্রস্তুত করা হয়েছে। বিজ্ঞানীদের বক্তব্য, ওষুধটি মানবদেহে তৈরি হওয়া অ্যান্টি-বডির বিকল্প হিসাবে কাজ করতে পারে। ১৮ জন মলদ্বারের ক্যানসারে আক্রান্ত ব্যক্তির শরীরে পরীক্ষামূলক ভাবে টানা ছয়েক ধরে ‘ডসটারলিম্যাব’ প্রয়োগ করা হয়েছে। বিজ্ঞানীদের দাবি, ১৮ জনেরই দেহ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে মারণরোগ ক্যানসারের জীবাণু! গবেষকরা ভেবেছিলেন, ‘ডসটারলিম্যাব’ প্রয়োগের পরও অস্ত্রোপচার, কেমোথেরাপি ও রেডিয়েশণের মতো চিকিৎসা প্রয়োজন হতে পারে। কিন্তু তার আর দরকার হয়নি।
নিউ ইয়র্কের স্লোয়ান কেটেরিং ক্যানসার সেন্টার-এর চিকিৎসক এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, ক্যানসার চিকিৎসার ইতিহাসে এই প্রথম কোনও ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে রোগী পুরোপুরি রোগমুক্ত হয়েছেন। এবার বড়সড় ট্রায়ালে ওষুধটি কেমন কাজ করে সেটাই এখন দেখার বিষয়।
নিউ ইয়র্কের স্লোয়ান কেটেরিং ক্যানসার সেন্টার-এর চিকিৎসক এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, ক্যানসার চিকিৎসার ইতিহাসে এই প্রথম কোনও ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে রোগী পুরোপুরি রোগমুক্ত হয়েছেন। এবার বড়সড় ট্রায়ালে ওষুধটি কেমন কাজ করে সেটাই এখন দেখার বিষয়।