শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

করোনা ভাইরাসের দাপটে যখন বিশ্ব জুড়ে হাহাকার অবস্থা তৈরি হয়েছিল, তখন সবার একমাত্র ভরসা ছিল টিকার উপরেই। আর সেই প্রতিষেধকের জন্যই করোনার বিরুদ্ধে লড়াই অনেকটা সহজ হয়েছিল।

এ বার একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলছে ক্যানসার ও কার্ডিয়োভাসকুলার, অটোইমিউন রোগের টিকা। সম্প্রতি ‘দ্য গার্ডিয়ান’ সংবাদপত্রে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী, ২০৩০-এর মধ্যেই ক্যানসার ও কার্ডিয়োভাসকুলার, অটোইমিউন রোগের টিকা বাজারে এসে যাবে।
সেই প্রতিবেদনে এও বলা হয়েছ, কোভিড টিকা নিয়ে গবেষণায় বড় সাফল্যের পর এ ক্ষেত্রে কাজের গতি অনেক বেড়ে গিয়েছে। কোভিড না এলে ক্যানসার ও কার্ডিয়োভাসকুলার, অটোইমিউন রোগের টিকা রোগের টিকা আবিষ্কার করতে ১৫ বছরেরও বেশি সময় লেগে যেত।
আরও পড়ুন:

বাড়ল মোট দৈনিক সংক্রামিতের সংখ্যা, মাস্ক পরা বাধ্যতামূলক তিন রাজ্যে

বশ মানছে না ভুঁড়ি? রইল পাঁচটি সহজ টোটকা

সম্প্রতি প্রতিষেধক প্রস্তুকারক সংস্থা মডার্নার প্রধান মেডিক্যাল অফিসার পল বার্টন ‘দ্য গার্ডিয়ান’ একটি সাক্ষাৎকা দেন। সেখানে তিনি বলেন, ‘‘এ সব ধরনের রোগের জন্য টিকা পাঁচ চিহ্নিত করে ধ্বংস করে দেবে। আবার ভালো কোষগুলির ক্ষতিও করবে না। এই টিকায় থাকা অণু, কোষকে প্রোটিন তৈরি করতে নির্দেশ দেবে।’’
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৬: পঞ্চম-সভার তিন রত্ন বাসু-মনোহারী-মারুতি

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫০: ‘ফিশ পাস’ পুরোদমে চালু হলে ইলিশের প্রজনন বাধাহীনভাবে সম্ভবপর হবে

প্রতিষেধক প্রস্তুকারক সংস্থাটি যাঁরা কোভিডের টিকাও প্রস্তুত করেছিলেন, তাঁরাই ক্যানসার ও টিউমারের বিরুদ্ধে টিকা তৈরি করছেন। সংস্থাটি এমন কয়েকটি ভ্যাকসিন নিয়ে কাজ করছে, যা মূলত শ্বাসযন্ত্রের সংক্রমণ ঠেকাবে।

Skip to content