ছবি: প্রতীকী।
বড় মাছের তেল মানে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এমন কথা প্রায়শই শোনা যায়। তাই খেতে বেশ পছন্দ করলেও অনেকেই লোভ সম্বরণ করে মাছের তেল থেকে দূরে থাকার চেষ্টাই করেন। কিন্তু সত্যিই কি স্বাস্থ্যের পক্ষে মাছের তেল ক্ষতিকর? কেউ কেউ আবার মনে করেন মাছের সাদা অংশ এবং মাথাটাই শুধু পুষ্টির জোগান দেয়। এমন ধারণা কিন্তু ভুল। এ বিষয়ে বিশেষজ্ঞদের মত, মাছের মতোই তার তেলও একেবারে সমান পুষ্টিকর।
মাছের তেলে ওমেগা-থ্রি ফ্যাট অ্যাসিড, প্রেটিন, আয়োডিন, প্রচুর ভিটামিন ছাড়াও আছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট। তাই সুস্বাস্থ্যের জন্যে মাছের তেলকে অবহেলা করা উচিত নয়।
মাছের তেলে ওমেগা-থ্রি ফ্যাট অ্যাসিড, প্রেটিন, আয়োডিন, প্রচুর ভিটামিন ছাড়াও আছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট। তাই সুস্বাস্থ্যের জন্যে মাছের তেলকে অবহেলা করা উচিত নয়।
মাছের তেলের গুণাগুণ
আরও পড়ুন: