সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


হাসপাতাল বিল্ডিং থেকে ঝাঁপ মহিলার।

বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগলে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুনের হাত থেকে প্রাণে বাঁচতে এক মহিলা দোতলা থেকে লাফ দিলেন।
হাসপাতালটি বিষ্ণুপুর শহরের রবীন্দ্র স্ট্যাচু লাগোয়া অবস্থিত। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার সকাল ন’টা নাগাদ রোগী ও কর্মীদের জন্য রান্নার কাজ চলছিল। হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে তা থেকে আগুন রান্নাঘরে আগুন লেগে যায়। আর আগুন লেগেছে এই খবর শোনা মাত্র, হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাঁদের পরিজনরা প্রাণে বাঁচতে তড়িঘড়ি নীচে নামতে শুরু করেন।
এদিকে, হাসপাতালের এক মহিলা রাঁধুনি এই সময় তিন তলার শৌচালয়ে ছিলেন। তিনি শৌচালয় থেকে বেরিয়ে দেখেন রান্নাঘরে ভয়ংকর ভাবে আগুন জ্বলছে। এ সময় তাঁকে সিঁড়ি দিয়ে নীচে নামতে হলে রান্নাঘর পেরতেই হবে। তাই ভয়ে ওই মহিলা দোতলা কার্নিশ ধরে ঝুলে পড়েন। তাঁকে এ ভাবে ঝুলতে দেখে হাসপাতালের কর্মীরা নীচে জড়ো হন। ওই মহিলা এর পর ঝাঁপ দিলে কর্মীরা তাঁকে ধরে নেন। এতে ওই মহিলার অবশ্য কোনও আঘাত লাগেনি।
হাসপাতাল সূত্রে খবর, দমকল ঘটনাস্থলে পৌঁছনোর আগেই হাসপাতালের অগ্নি নির্বাপন ব্যবস্থাকে কাজে আগুনকে নিয়ন্ত্রণে আনা হয়। বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

Skip to content