শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ডায়াবেটিক নিউরোপ্যাথি। আমাদের চারপাশে পরিচিত অনেকেই এই রোগে ভোগেন। শরীরের প্রায় সব অঙ্গের উপর ডায়াবেটিসের উপসর্গ যেমন দেখা যায়, তেমনি নার্ভ বা স্নায়ুর ওপর অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের মারাত্মক প্রভাবও পড়ে। সাধারণত ডায়াবেটিস রোগীদেরই ডায়াবেটিক নিউরোপ্যাথি বা স্নায়ুর সমস্যা দেখা দেয়। এটি ধীরে ধীরে ছড়ায়। কখনও কখনও ব্যথা হয়, ঝিন ঝিন করে, অবস ভাব হয়, আবার কখনও ব্যথা ছাড়াই ভিতরে ভিতরে ‘নার্ভ এন্ডিং’গুলো শুকোতে থাকে। ফলে স্নায়ুর সেনসেশন অর্থাৎ অনুভূতি বা বোধশক্তি কমতে থাকে। যেমন কোথাও লেগে গেলে, কেটে গেলে বা গরম ছাঁকা লাগলে বুঝতে পারা যায় না। কিন্তু ফোসকা পড়ে কখনও কখনও আবার ব্যথা হয়, যেমন কিছুক্ষণ হাঁটার পর ব্যথা হাত পা অবশ হয়ে যায় ইত্যাদি লক্ষণগুলো যে ডায়াবেটিস হওয়ার পরপরই দেখা যায় তা কিন্তু নয়। বহুদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন বা যাঁদের ইনসুলিন নিতে হয় প্রতিনিয়ত বা যাঁদের সুগার আছে তাঁদেরই এই ধরণের সমস্যা বেশি দেখা যায়। সেই কারণে ডায়াবেটিস হওয়ার সঙ্গে সঙ্গে কিছু শরীরচর্চা নিয়মিত করার অভ্যাস করলে এই সমস্যার মোকাবিলা করা যায়।
 

উপসর্গ

মাংসপেশি শুকিয়ে যাওয়া, অনুভূতি কমে যাওয়া, হাত-পা ঝিনঝিন করা, পায়ের শক্তি কমে যাওয়া, হাত ও পায়ের শেষভাগে অনুভূতি কমে যাওয়া, যেমন— অনেকের পা কেটে রক্ত বের হলেও তিনি বুঝতে পারেন না।
 

কী করণীয়

ডায়াবেটিস ধরা পড়ার সঙ্গে সঙ্গেই ভালো একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে হবে। কারণ ফিজিওথেরাপির মাধ্যমে ডায়াবেটিক নিউরোপ্যাথির রোগীদের পেশির ক্ষমতা কিছুটা উন্নত করা সম্ভব। নিয়মিত অনুশীলন নিউরোপ্যাথির ব্যথা হ্রাস করতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

 

ডায়াবেটিক ফুট ও ফ্রোজেন শোল্ডার

আমরা অনেকেই শুনেছি ডায়াবেটিক ফুট কথা। ডায়াবেটিক ফুট-এর সমস্যায় সেনসেশন অর্থাৎ অনুভূতি বা বোধশক্তি কম থাকার কারণে অনেক সময় হাতে গরম জল পড়লে বা পায়ে কেটে গেলেও বুঝতে পারে না। আবার সুগার থাকার কারণে ওই জায়গা সারতেও সময় লাগে।
এছাড়া ফ্রোজেন শোল্ডারের একটা অন্যতম কারণ হল ডায়াবেটিস। হঠাৎ অনেকের কাঁধে ব্যথা হতে দেখা যায়। হাত একটু নাড়াচাড়া করলেই ব্যথা আরও বাড়তে থাকে। সুতরাং ডায়াবেটিস হওয়ার প্রথম থেকেই যদি শরীরচর্চা এবং ফিজিওথেরাপি করা যায় তাহলে এই সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব।
 

পেরিফেরাল নিউরোপ্যাথি

অনেকে আবার পেরিফেরাল নিউরোপ্যাথি-র সমস্যায় ভোগেন। এই সমস্যা পায়ের পাতা, হাতের আঙুল থেকে শুরু হতে পারে। যেখানে অসাড় ভাব, শিরশিরানি ইত্যাদি সমস্যা দেখা দেয়। পরে আস্তে আস্তে শরীরের উপরের দিকে ব্যথা অনুভব হয়। আবার অনেক সময় ব্যথা অনুভব নাও হতে পারে। যদি ব্যথা করে সেক্ষেত্রে তো চিকিৎসা শুরু করতেই হবে। কিন্তু ব্যথা না হলে আমরা জানতে পারি না যে, ডায়াবেটিস শুরু হচ্ছে কিনা। সেই জন্যই সুগার ধরা পড়লেই ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে সঠিক শরীরচর্চা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। চিকিৎসকের পরামর্শমতো ওষুধের খাওয়ার পাশাপাশি ফিজিওথেরাপিও শুরু করতে হবে। পুরোপুরি না সারলেও এই সমস্যার অগ্রগতি ও তীব্রতা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

যোগাযোগ: ৯০৫১৮৪৩৫৩১


Skip to content