ছবি প্রতীকী
মনে রাখতে হবে, এখনও দেশের বেশ কিছু রাজ্যে কমবেশি করোনা হচ্ছে। করোনার সময় আমরা যে সতর্কতাগুলি অবলম্বন করছিলাম, যেমন নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এগুলো এখনও মেনে চলতে হবে। ট্রেনে, বাসে বা বিমানে যে ভাবেই যান না কেন, নিজের সুরক্ষার জন্য এগুলো মেনে চলতেই হবে।
মাস্ক পরলে এবং নিয়মিত স্যানিটাইজ করলে কোভিড ছাড়া অন্যান্য ভাইরাল সংক্রামক রোগ যেমন সোয়াইন ফ্লু, ইনফ্লুয়েঞ্জা এগুলিও এড়ানো যাবে। কারণ, এ ধরনের রোগও শ্বাস-প্রশ্বাসের মধ্যেই ছড়ায়।
রিল লাইফ পেরিয়ে রিয়েল লাইফেও প্রেম করছেন শ্বেতা-রুবেল? মুখ খুললেন অভিনেতা
বাংলাদেশের জাগ্রত মন্দিরে মন্দিরে, পর্ব ৩৪: দোলন ইজিট্যাক্সি থেকে নেমে হাসিমুখে বলল, ‘চলেন আপনারে মঠে পৌঁছাইয়া দিয়া আসি…’
উপরোক্ত সতর্কতাগুলি মেনে চলে পুজোর ভ্রমণ উপভোগ করুন। আপনার যাত্রা শুভ হোক।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
যোগাযোগ: ৯৮৩১৬৭১৫২৫