১৭ বছর পর বদলে গেল টুইটারের লোগো। নীল রঙের পাখি এখন অতীত। টুইটারের লোগোয় পাখির জায়গা নিয়েছে বাদামি রঙের সারমেয়র ছবি। এই মাইক্রোব্লগিং সাইটে টুইটার কর্তা এলন মাস্ক নিজেই পোস্ট করেন নতুন লোগোর ছবি।
সোমবার থেকেই এই নতুন লোগো দেখা যাচ্ছে। হোমপেজে পরিচিত নীল পাখির জায়গা দখল করেছে শিবা ইনু প্রজাতির একটি কুকুর। কুকুরটি নেটদুনিয়ায় বেশ জনপ্রিয়। এই কুকুরের ছবিটি ডগিকয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সির লোগোতে ব্যবহার করা হয়।
সোমবার থেকেই এই নতুন লোগো দেখা যাচ্ছে। হোমপেজে পরিচিত নীল পাখির জায়গা দখল করেছে শিবা ইনু প্রজাতির একটি কুকুর। কুকুরটি নেটদুনিয়ায় বেশ জনপ্রিয়। এই কুকুরের ছবিটি ডগিকয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সির লোগোতে ব্যবহার করা হয়।
নতুন লোগো নিয়ে জল্পনা শুরু হতেই মাস্ক একটি ছবিটি টুইট করেন। ছবিতে দেখা যাচ্ছে, এক পুলিশকর্মী টুইটারের পরিচয়পত্র পরীক্ষা করছেন। কিন্তু তিনি ওই নীল পাখির ছবি দেখে চিনতে পারছেন না। ওই পুলিশকর্মীর ভুল ভাঙিয়ে টুইটারের নতুন লোগো বলছে, “ওটা পুরনো ছবি।”
আরও পড়ুন:
আমাদের চোখের জল কেন নোনতা হয়? এর কারণ কী
বিকৃত ছবির নমুনা পাঠান হল স্বস্তিকাকে, হুমকি ‘এর থেকেও অশ্লীল ছবি তৈরি করতে পারি’!
মাস্ক আরও একটি টুইট করেন। ইলন এক টুইটার ব্যবহারকারীর সঙ্গে পুরনো কথপোকথনের একটি ছবি পোস্ট করেন। সেখানে টুইটার ব্যবহারী মাস্ককে বলছেন, “টুইটার কিনে পাখির বদলে লোগোতে ‘ডগি’র ছবি দিন।” উত্তরে মাস্ক বলেন, “হ্যাঁ, এর দরকার আছে।” এলেন সেই ছবি ভাগ করে বলেন, ‘‘কথা রেখেছি।’’
আরও পড়ুন:
শুধু গরমে তেষ্টা মেটাতেই নয়, সব ঋতুতেই সুস্থ থাকতে সঙ্গী হতে পারে আখের রস
ইংলিশ টিংলিশ: ‘এক হাতে তালি বাজে না’ বা ‘গাছের খায় তলারও কুড়োয়’, এদের ইংরেজিতে কী বলে?
তবে মোবাইলে টুইটারে এখনও পুরনো লোগোই দেখা যাচ্ছে। নতুন লোগো দেখা যাচ্ছে ডেস্কটক কিংবা ল্যাপটপে। এদিকে, টুইটারের লো পরিবর্তনের পরে ডগিকয়েনের বাজারদর প্রায় ৩০ শতাংশ বেড়ে গিয়েছে।