বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আরও একটি আকর্ষণীয় ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের নাম দেওয়া হয়েছে ‘সেলফ চ্যাট’। জানা গিয়েছে, যে কোনও সময় হোয়াটসঅ্যাপে এই ফিচারকে দেখা যেতে পারে।
নতুন ফিচার প্রথমে বিটা ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হতে পারে। বিশেষ কী রয়েছে এতে? এই ফিচারের মাধ্যমে জরুরি ছবি, বার্তা, ভিডিও সেখানে জমা রাখা সম্ভব হবে। এমনকি, চাইলে প্রয়োজন মতো সেই সব ছবি, বার্তা, ভিডিকে ফরোয়ার্ডও করা যাবে।
আরও পড়ুন:

দূরপাল্লার ট্রেনে একাকী মহিলা যাত্রীদের জন্য বিশেষ আসনের পরিকল্পনা রেলের

ষাট পেরিয়ে, পর্ব-৫: সুস্থ বার্ধক্যের চাবিকাঠি পুষ্টি—দ্বিতীয় ভাগ

 

‘সেলফ চ্যাট’ কীভাবে ব্যবহার করা যাবে?

একেবারে প্রথমে স্মার্টফোন থেকে ব্রাউজার ওপেন করে তাতে ‘wa.me//’ লিখে নিজের দেশের কোড নম্বর লিখুন। তারপর দিন আপনার হোয়াটসঅ্যাপ নম্বর। হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়ার পর ‘এন্টার’ দিলেই হোয়াটসঅ্যাপের পেজে পৌঁছে যাওয়া যাবে। সেই পেজের ওপরের দিকে ব্যবহারকারীর ফোন নম্বর এবং একটি বক্স দেখা যাবে। ওই জায়গায় লেখা দেখাবে ‘কন্টিনিউ টু চ্যাট’ বক্স। পরের ধাপে সেই বক্সটি সিলেক্ট করতে হবে।

আরও পড়ুন:

প্রিয়জনকে ‘বিদায়’ জানানোর পরও জেগে! নতুন ফিচারে হোয়াটসঅ্যাপ করলেও দেওয়া যাবে ফাঁকি

সব ভুলে কাছাকাছি আসছেন নাগা-সামান্থা! তারকা জুটিকে কোথায় দেখা যাবে?

পরবর্তী ধাপে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কথোপকথন দেখাবে। তাঁদের সঙ্গে নিজের নম্বরের সঙ্গেও আপনি চ্যাট করতে পারবেন। এমনই আকর্ষণীয় ফিচারটি আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। স্মার্টফোন এবং ওয়েব ফরম্যাট দুটিতেই এই সুবিধা পাওয়া যাবে।

Skip to content