শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপ সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর জন্য সংস্থাটি নিয়মত নিত্যনতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে। এবার হোয়াটসঅ্যাপ তাদের ডেস্কটপ ভার্সনের জন্য নতুন সিকিউরিটি ফিচার আনতে চলেছে।
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচার নিয়ে কাজ করছে। সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন এতে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সনের নিরাপত্তা জোরদার হবে। ডেস্কটপ হোয়াটসঅ্যাপেও পাসওয়ার্ড লক সিস্টেম পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা তাঁদের ডেস্কটপে হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড সেট করতে পারবেন। তবে ফিচার নিয়ে জোরকদমে কাজ চলছে। লহুব তাড়াতাড়ি বেটা ভার্সন পরীক্ষামূলকভাবে চালু হবে।
আরও পড়ুন:

নতুন স্মার্টফোন কিনবেন? বাজেট ১৫০০০ টাকার মধ্যে? এই সব ফোনের কথা ভাবতে পারেন

হোয়াটসঅ্যাপে এবার নিজের সঙ্গে কথা বলে জরুরি কাজ সারুন! আসছে আকর্ষণীয় ফিচার ‘সেলফ চ্যাট’!

তবে এই ফিচারে পাসওয়ার্ড ব্যবহার বাধ্যতামূলক নয়, কেউ চাইলে নাও ব্যবহার করতে পারেন। আনেকটা আইফোন বা অ্যন্ড্রয়েড ফোনের মতো। পাসওয়ার্ড ভুলে গেলে তা পরিবর্তনও করা যাবে। তবে সেক্ষেত্রে নতুন করে কিউআর কোড স্ক্যান করে লগ ইন করতে হবে।
আরও পড়ুন:

ফেসবুক প্রোফাইলে ১ ডিসেম্বর থেকে ব্যবহারকারীদের এই তিনটি তথ্য দেখা যাবে না, কী কী জানেন?

সময়ের আগেই দ্রুত ফোনের চার্জ, নেটপ্যাক ফুরিয়ে যাচ্ছে? আপনার স্মার্টফোনে এই ধরনের অ্যাপ নেই তো?

উল্লেখ্য, সম্প্রতি হোয়াটসঅ্যাপ ‘সেলফ চ্যাট’ নামে একটি ফিচার এনেছে। যে কোনও দিনই হোয়াটসঅ্যাপে এই ফিচারকে দেখা যেতে পারে। ‘সেলফ চ্যাট’ বিশিষ্ট হল এই ফিচারে নিজের সঙ্গে কথা বলা যাবে। সেই সঙ্গে সেখানে সব জরুরি ছবি, বার্তা, ভিডিও জমা রাখা যাবে, আবার প্রয়োজনে সেগুলি ফরোয়ার্ডও করা যাবে।

Skip to content