শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী।

গ্রাহকদের গোপনীয়তা রক্ষায় সব সময়ই তৎপর হোয়াটসঅ্যাপ। সংস্থাটি আর এক আকর্ষণীয় ফিচার নিয়ে এল গ্রাহকদের জন্য। নতুন ফিচারে আপনি চাইলে নির্দিষ্ট করে কারও ‘চ্যাট’ লক করতে রাখতে পারবেন।
অফিস-সহ একাধিক ব্যক্তিগত তথ্য থাকে হোয়াটসঅ্যাপে। অনেক গোপন চ্যাট বা কথাবার্তাও থাকে। এদিকে স্মার্টফোন বিভিন্ন কারণে অন্যকেও দিতে হয়। এর ফলে গোপনীয়তা নষ্টের একটা আশঙ্কা থেকে যায় গ্রাহকের মনে। এতদিন গ্রাহকের কাছে এ নিয়ে বিশেষ কোনও উপায় ছিল না। এবার সমস্যা সমাধানের উপায় নিয়েও হাজির হোয়াটসঅ্যাপ।
আরও পড়ুন:

টুইটারকে টেক্কা দিতে নতুন অ্যাপ আনছে মেটা! এর বিশেষত্ব কী?

এ বার মেসেজ পাঠানোর পরেও ‘এডিট’ করা যাবে! হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারে কী ভাবে মিলবে সুবিধা?

জানা গিয়েছে, গ্রাহক চাইলে একজন বা নির্দিষ্ট একটি গ্রুপের চ্যাটকে লক করে রাখতে পারবেন। এক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড ওয়ার্ড ব্যবহার করলে লক চ্যাট, আনলক হয়ে যাবে। এর মানে হল আপনার ফোন যার কাছেই থাকুক না কেন, গোপনীয়তা নষ্টের কোনও আশঙ্কাই আর থাকছে না।
আরও পড়ুন:

পরিমিত মাত্রায় রেড ওয়াইন খাওয়া কি স্বাস্থ্যকর? গবেষণা কী বলছে?

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫৭: কবির লেখা, লেখার গল্প

এখানেই শেষ নয়, যাদের চ্যাট লক আছে, তারা যদি লক করা অবস্থায় ভিডিয়ো বা ছবি পাঠান, তা গ্যালারিতে সেভও হবে না। এখন এই সুবিধা কেবল হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনের পাওয়া যাচ্ছে।

Skip to content