শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। নানারকম অফিশিয়াল কাজকর্মের এবং অর্থ লেনদেন পর্যন্ত হয়ে থাকে এই জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে। প্রায়ই নতুন নতুন ফিচার্স নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপে একটি বৈশিষ্ট্য চালু হয়েছিল, যেখানে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে ৫১২ জন সদস্যকে যুক্ত করা যাবে। শুধু তাই নয়, সম্প্রতি হোয়াটসঅ্যাপ চ্যাটের ক্ষেত্রে মেসেজে রিয়কশন জানানোর সুবিধাও আনা হয়েছে। এক্ষেত্রে মেসেজটির প্রতি আপনার কী মত বা মেসেজটি আপনার কাছে কীরকম, তা ‘রিয়েকশন’-এর মাধ্যমেই বুঝিয়ে দিতে পারবেন আপনি। এই ফিচার্সটি চালু হওয়ার পর এটিকে বেশ পছন্দও করছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এবার হোয়াটসঅ্যাপে আসতে চলেছে আর এক নতুন ফিচার্স। এতে আপনি চুপিসারে গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারবেন। অর্থাৎ, এই নতুন ফিচার্স এলে হোয়াটসঅ্যাপের কোনও গ্রুপ থেকে আপনি বেরিয়ে গেলেও টের পাবেন না গ্রুপের অন্যান্য সদস্যরা। শুধু গ্রুপ অ্যাডমিনের কাছে যাবে গ্রুপ থেকে ‘লেফ্ট’ হওয়ার ‘নোটিফিকেশন’। বর্তমানে নতুন এই ফিচার্স আনার প্রস্তুতি চলছে জোরকদমে।
ডব্লুএবিটাইনফো (WABetaInfo)-র রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে আসতে চলেছে এই নতুন ফিচার্স। দ্রুততার সঙ্গে চলছে প্রস্তুতিপর্বের কাজ। একটি টুইটবার্তায় ডব্লুএবিটাইনফো সূত্রে জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই আসতে চলেছে হোয়াটসঅ্যাপের এই নজর কাড়া নতুন ফিচার্স। যেখানে আপনি চুপিসারে কোনও গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারবেন, আর গ্রুপের অন্যান্য সদস্যরা টেরও পাবেন না। গ্রুপ থেকে বেরিয়ে গেলে নোটিফিকেশন যাবে শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনের কাছে। ডব্লুএবিটাইনফো সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপের এই বৈশিষ্ট্য সম্পর্কিত একটি স্ক্রিনশটও শেয়ার করেছে।


Skip to content