শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে আগের যে কোনও মেসেজ-এর সঙ্গে দুঃখ, ভালোবাসা, বিস্ময়, হাসি প্রভৃতি ইমোজি জুড়ে দেওয়া যাবে। নতুন এই ফিচার পরীক্ষামূলক প্রয়োগের পর যুক্ত হতে চলেছে। প্রতিক্রিয়া দেওয়ার জন্য আগের কোনও মেসেজ ইমোজি দেওয়ার প্রয়োজন হলে সেটিকে কিছুক্ষণ ছুঁয়ে থাকলে বিভিন্ন রকম ইমোজি দেখাবে ব্যবহারকারীকে। এদিকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির ক্ষেত্রেও নিয়মে কিছু বদল আনছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার থেকে গ্রুপের সদস্যের সংখ্যা ধাপে ধাপে বাড়িয়ে ৫১২ জনকে যুক্ত করা হবে। পুরানো নিয়মে একটি গ্রুপে সর্বাধিক ২৫৬ জনকে যুক্ত করা যেত।
এছাড়াও প্রতিযোগী অন্যান্য সংস্থার মতো এবার থেকে হোয়াটসঅ্যাপেও বড় ফাইল পাঠানো যাবে। সংস্থার মতে, নতুন পরিবর্তনে সর্বোচ্চ ২ গিগাবাইট মেমোরির ফাইল পাঠানো সম্ভব হবে। হোয়াটসঅ্যাপে আপাতত ১০০ মেগাবাইটের বেশি মেমোরির ফাইল পাঠানো যায় না। যদিও এই সুবিধা এখন কেবল ডকুমেন্ট জাতীয় ফাইলের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকছে।

Skip to content