শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

বছরভর নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে গ্রুপ ভিডিও কল, ডিলিট মেসেজের মতো নানা আকর্ষণীয় ফিচার নিয়ে এসেছে সংস্থাটি। এবার ‘স্টেটাস’ ফিচারকে আরও আপগ্রেড করার ভাবনা-চিন্তা করছে হোয়াটসঅ্যাপ। মূলত গ্রাহকদের সুরক্ষার কথা ভেবে মেটা অধীনস্ত এই সংস্থাটি এমন সিদ্ধান্ত নিয়েছে। তাই ভবিষ্যতে সাবধানে ভেবে-চিন্তে স্টেটাস আপলোড করতে হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদেরও।
জানা গিয়েছে, শীঘ্রই হোয়াটসঅ্যাপের স্টেটাসের বিরুদ্ধে ডেস্কটপের বিটা ভার্সান থেকে রিপোর্ট করা যাবে। একটি নতুন মেনু হিসেবে অ্যাপে যোগ করা হবে এই স্টেটাস ফিচারটি। এর সাহায্যে স্টেটাসটির বিরুদ্ধে সহজে অভিযোগ করা যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে হিংসা ছড়ানোর উদ্দেশ্যে বা অ্যাপের নিয়ম ভেঙে কাউকে মেসেজ পাঠালে সেই মেসেজ বা ওই ফোন নম্বরটির বিরুদ্ধে ব্যবহারকারী রিপোর্ট করতে পারবেন। এই অপশন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মেনুতেই রয়েছে। যদিও এই মুহূর্তে স্টেটাস নিয়ে রিপোর্টের করার কোনও বন্দোবস্ত নেই। এবার সেই ফিচারই শীঘ্রই যোগ হতে চলেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:

হোয়াটস অ্যাপেও কল রেকর্ডিংয়ের সুবিধা! নতুন বছরে মিলবে একগুচ্ছে আকর্ষণীয় ফিচার, কী কী দেখে নিন একঝলকে

এক ধাক্কায় ৬ ডিগ্রি পারদ পতন, ফের শীতের আমেজ, কত দিন ঠান্ডা থাকবে?

কারও ‘কনট্যাক্ট লিস্টে’ থাকা কোনও ব্যক্তি যদি আপত্তিকর বা হিংসা ছড়াতে পারে এমন ভিডিও বা ছবি স্টেটাসে আপলোড করেন, যা সমাজের জন্য ক্ষতিকর হয় বা কারও ভাবাবেগে আঘাত করতে পারে, সেক্ষেত্রে রিপোর্ট করার ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এখন ডেস্কটপ ভার্সানে ‘রিপোর্ট স্টেটাস’ ফিচারটি চালু করার চিন্তাভাবনা করা হচ্ছে। নতুন ওই ফিচারের মাধ্যমে অভিযোগ পৌঁছে হোয়াটসঅ্যাপ টিমের কাছে পৌঁছে যাবে। সেই টিম বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী, শুক্রবার হাওড়া স্টেশনের তিনটি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল করবে না

১ জানুয়ারি সকাল থেকেই মেট্রো চলবে, রবিবারেও ইস্ট-ওয়েস্ট রুটে পরিষেবা চালু থাকবে

এখানেই শেষ নয়, হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপের জন্যও একটি আকর্ষণীয় ফিচার আনার কথা ভাবনা-চিন্তা করছে। জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি ডিএনডি ফিচার চালু করবে সংস্থাটি। এর মানে হল এবার ডেস্কটপ থেকেও ভয়েস কল ও মেসেজের নোটিফিকেশন বন্ধ করে রাখার সুবিধা পাওয়া যাবে।

Skip to content