ছবি প্রতীকী
আরও একটি আকর্ষণীয় সুবিধা আনতে চলেছে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপবেটাইনফো নামে একটি সংস্থা এমনটা জানিয়েছে। সংস্থাটি টুইটারে জানিয়েছে, খুব তাড়াতাড়ি এই কাজের সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এই বিশেষ সুবিধা কার্যকর হলে প্রেরকের চ্যাটবক্সে না ঢুকেও তাঁকে ব্লক করে দেওয়া যাবে। হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই এ নিয়ে কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপবেটাইনফো।
সাধারণত কাউকে ব্লক করতে হলে প্রেরকের চ্যাটবক্সে ঢুকে তা করতে হয়। তাই কেউ অযাচিত মেসেজ পাঠালেও তা না দেখে সেই অ্যাকাউন্টকে ব্লক করা সম্ভব হয় না। প্রেরকের চ্যাটবক্সে না ঢুকে যে ব্লক করা যায় না তা নয়। তবে সেটা ঘুরপথে। সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ সেটিংয়ে গিয়ে ‘ব্লক কন্টাক্ট’ বিকল্পে প্রেরককে ব্লক করতে হবে।
আরও পড়ুন:
সুস্থ থাকুন, ভালো থাকুন: ডায়াবিটিস বাসা বেঁধেছে শরীরে? কী কী লক্ষণ দেখলেই রক্ত পরীক্ষা করাতে হবে? জেনে নিন খুঁটিনাটি
ডায়েট ফটাফট: সানস্ক্রিন মাখবেন তো বটেই, এবার খেয়েও দেখুন—সিঙ্গল ইনভেস্টমেন্টে ডবল প্রফিট!
তবে সেই ‘ব্লক কন্টাক্ট’ সুবিধার কয়েকটি শর্তও রয়েছে। যেমন প্রেরকের নাম ব্যবহারকারীর ফোনের ‘কন্টাক্ট লিস্টে’ যোগ থাকলে তবেই ওই সুবিধা ভোগ করা যাবে। এর অর্থ হল অপরিচিত নম্বর থেকে মেসেজ এলে তাকে নম্বর ব্লক করতে পারবেন না ব্যবহারকারী। আর করতে চাইলে সেই অপরিচিত নম্বরকে আগে ফোনের ‘কন্টাক্ট লিস্টে’ যোগ করতে হবে। তার পর ব্লক করা যাবে। পদ্ধতি বেশ জটিল। বেশির ভাগ ব্যবহারকারী এতে অভ্যস্তও নন।
আরও পড়ুন:
মহাভারতের আখ্যানমালা, পর্ব-৪৯: চ্যবনমুনির প্রভাবে দেবরাজ হার মানলেন, সোমের ভাগ পেলেন অশ্বিনীকুমারদ্বয়
বাস্তুবিজ্ঞান, পর্ব-১৪: আধুনিক কম্পাসে খুব সহজেই জমির দিক, অঞ্চল ও কোণ নির্ণয় করা যায়
হোয়াটসঅ্যাপবেটাইনফো নতুন যে সুবিধার কথাউল্লেখ করেছে, সেটি চালু হলে প্রেরকের নাম ‘সিলেক্ট’ করলেই ‘ব্লক’ করার সুযোগ পাওয়া যাবে। তবে হোয়াটসঅ্যাপবেটাইনফো এও জানিয়েছে, পুরো বিষয়টি এখনও পরীক্ষা নীরিক্ষার স্তরে রয়েছে।