বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। ছবি: সংগৃহীত।

ধীরে ধীরে পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। অনুভূত হচ্ছে, প্যাচপ্যাচে গরম। এই তাপমাত্রা যত বৃদ্ধি পাবে, ঘরের ভিতরের বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহারও তত বাড়তে থাকবে। আর মাসের মোটা অঙ্কের বিদ্যুতের বিল আসবে। দফারফা করে দেবে আপনার পকেট। এখনই বাইরে থেকে বাড়িতে ঢুকলেই এসি চালাতে হচ্ছে। বেশির ভাগ মধ্যবিত্ত পরিবারকে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র লাগানোর পর খরচ সামলাতে হিমশিম খেতে হয়। তবে এই সব টিপস মেনে চললে এসি-র খরচ নাগালের মধ্যেই থাকবে।
 

এস সব মানলে বিল আসবে কম

 

স্লিপ মোড

বিদ্যুৎ সাশ্রয় করতে হলে এসি-র তাপমাত্রা অবশ্যই ২৪ থেকে ২৬ সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হবে। সেই সঙ্গে রাতে ঘুমোনোর আগে এসি স্লিপ মোডে রেখে দিন। এতে বিদ্যুৎ খরচ হবে কম। মনে রাখবেন, এসি-র তাপমাত্রা যত কমিয়ে রাখবেন, আপনার বিদ্যুতের বিল ততই চড়চড়িয়ে বাড়তে থাকবে। প্রথমে তাপমাত্রা কমিয়ে ঘর ঠান্ডা করে নিয়ে ঘুমোতে যাওয়ার আগে বাড়িয়ে দিন।

আরও পড়ুন:

এসি চালিয়েও কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করবেন? জেনে নিন এসি-র খুঁটিনাটি

ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে কী করবেন? রইল টিপস

 

সার্ভিসিং

শীতকাল বিদায় নিয়েছে। দীর্ঘদিন এসি ব্যবহার হয়নি। তাই গরমে এসি ব্যবহার করার আগে ভালো করে সার্ভিসিং করিয়ে নিন। মনে রাখবেন, খরচের ভয়ে সার্ভিসিং এড়ানো মানে প্রতি মাসে বিদ্যুতের বিল চড়চড়িয়ে বাড়বে।
 

এসি-র ফিল্টার পরিষ্কার রাখুন

একটানা দীর্ঘদিন এসি ব্যবহার করার ফলে এসি-র ফিল্টারে প্রচুর ময়লা জমে যায়। বিদ্যুৎ সাশ্রয় করতে হলে অবশ্যই কিছু দিন অন্তর ফিল্টার পরিষ্কার করতে হবে। সব থেকে ভালো দু’ সপ্তাহ অন্তর ফিল্টার পরিষ্কার করে নেওয়া।

আরও পড়ুন:

জল ঠিক মতো খাওয়া হচ্ছে না? শরীর কিন্তু নিজেই জানিয়ে দেবে, কোন ৫ উপসর্গে একদমই অবহেলা নয়?

চাল ধোয়া জল ফেলে দেন? জেনে নিন এই জল কোন কোন কাজে ব্যবহার করতে পারেন

 

টাইমার ব্যবহার করুন

এই উপায়টি খুবই কার্যকরী। ঘুমোনোর সময়ে এসি-তে টাইমার সেট করে দিন। এতে এসি চালিয়ে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে ঘর ভালোই ঠান্ডা হয়ে যায়। তার পর এসি বন্ধ করে দিলে আর সমস্যা হয় না। কিন্তু ঘুমিয়ে পড়ার পরে গভীর ঘুমে এসি বন্ধ করা হয় না। ফলে এসি রাতভর চলতেই থাকে। তাই টাইমার ব্যবহার করা ভালো। দু থেকে আড়াই ঘণ্টার টাইমার সেট করে দিলে নির্দিষ্ট সময়ের পর এসি আপনাআপনিই বন্ধ হয়ে যাবে। ফলে বিদ্যুৎ ও অর্থ—আপনার দুই-ই সাশ্রয় হবে।

আরও পড়ুন:

গ্রীষ্মকালেও ত্বকে বসন্তের ছোঁয়া থাকবে যদি এই সব মেনে চলেন

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪২: সুন্দরবনের বাঘের ভবিতব্য

 

পর্দা লাগান

যে ঘরে এসি রয়েছে, সেই ঘরকে যতটা সম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করুন। কারণ ঘরের তাপমাত্রা বেশি হলে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ঘর ঠান্ডা করতে তত বেশি সময় লাগবে। অর্থাৎ দীর্ঘক্ষণ এসি চালাতে হবে। ফলে বিলও বাড়তে থাকবে। সব থেকে ভালো ওই ঘরে মোটা পর্দা লাগিয়ে নিন। এতে বাইরের গরম হাওয়া ও আলো ঘরে অনেকটা কম ধুকবে। আর এসি-ও দ্রুত ঘর ঠান্ডা করে দেবে।


Skip to content