ছবি প্রতীকী
ভারতে ৫জি পরিষেবা শুরু হতে চলেছে সেপ্টেম্বর থেকেই। টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পেকট্রাম বণ্টনের পর টেলি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকে তৈরি হতে নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে টেলিকম বিভাগ (ডিওটি) জানিয়েছে, হাই স্পিড ৫জি ইন্টারনেট পরিষেবা প্রথম পর্যায়ে দেশের মোট ১৩টি শহরে পাওয়া যাবে।
টেলিকম বিভাগ (ডিওটি) নিলামের মাধ্যমে হাই স্পিড ৫জি ইন্টারনেটের জন্য স্পেকট্রাম বণ্টন করেছে। প্রথম পর্যায়ে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, আমদাবাদ, চণ্ডীগড়, গাঁধীনগর, গুরুগ্রাম, লখনউ, জামনগর, পুণে এবং হায়দরাবাদে এই পরিষেবা পাওয়া যাবে।
টেলিকম বিভাগ (ডিওটি) নিলামের মাধ্যমে হাই স্পিড ৫জি ইন্টারনেটের জন্য স্পেকট্রাম বণ্টন করেছে। প্রথম পর্যায়ে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, আমদাবাদ, চণ্ডীগড়, গাঁধীনগর, গুরুগ্রাম, লখনউ, জামনগর, পুণে এবং হায়দরাবাদে এই পরিষেবা পাওয়া যাবে।
স্পেকট্রাম কিনেছে রিলায়্যান্স জিয়ো, ভারতী এয়ারটেল, আদানি ডেটা নেটওয়ার্ক এবং ভোডাফোন-আইডিয়া। ৫জি স্পেকট্রাম বণ্টনের মাধ্যমে এই সংস্থাগুলির কাছ থেকে ১৭ হাজার ৮৭৬ কোটি টাকা পেয়েছে ডিওটি। সংবাদ সংস্থা সূত্রে খবর, দেশের এই ১৩টি শহরে ৫জি পরিষেবা শুরু হতে পারে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত ১৫ অগস্ট ৫জি পরিষেবা উদ্বোধন করবেন এমনটা আগে ঠিক ছিল। কিন্তু টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি তৈরি না থাকায় উদ্বোধন পিছিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ১৫ অগস্ট ঘোষণা করেছিলেন, দেশেখুব তাড়াতাড়ি চালু হবে ৫জি পরিষেবা। বিশেষজ্ঞদের মতে ৫জি গতি হবে ফোর জি-এর থেকে ১০ গুণ বেশি দ্রুত।