রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


সম্প্রতি নোকিয়া একটি ফোর-জি অ্যানড্রয়েড স্মার্টফোন বাজারে এনেছে। মডেলটির নাম ‘নোকিয়া সিজিরোওয়ান প্লাস’। এতে অ্যানড্রয় ১১ (গো) অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। প্রসেসরও বেশ শক্তিশালী, ওক্টা-কোর ১.৬জিএইচজেড। ফোনটি ২জিবি র্যা ম ও ১৬জিবি স্টোরেজ এবং ২জিবি র্যা ম ও ৩২ জিবি স্টোরেজ — এই দুটি মডেলে পাওয়া যাবে। যদিও এর স্টোরেজ বাড়ানো যাবে ১২৮জিবি পর্যন্ত। ডিসপ্লে ৫.৪৫ ইঞ্চির, ৭২০x১৪৪০ পিক্সেল রেজলিউশন। ব্যাক ক্যামেরা ৫এমপি, ফ্রন্ট ক্যামেরা ২এমপি। ব্যাক ও ফ্রন্ট দুটি ক্যামেরাতেই ফ্লাশের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এতে দুটি ন্যানো সিম এবং মাইক্রোএসডি স্লট রয়েছে। এছাড়াও ফোন দুটিতে এফএম রেডিও, জিপিএস, ব্লুটুথ, বায়োমেট্রিক ফেসআনলক, ৩০০০এমএএইচ ব্যাটারি সহ আরও অনেক আকর্ষণীয় ফিচার আছে। ২জিবি র্যাম ও ১৬জিবি-এর দাম ৫৬৯৯ টাকা, আর ২জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম পড়বে ৬১৯৯ টাকা। ফোনটি কিনলে জিও-এর আকর্ষণীয় অফারও মিলবে।

Skip to content