ছবি: প্রতীকী।
হাতে স্মার্টফোন আছে, অথচ তাতে হোয়াটসঅ্যাপ নেই, এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। মেসেজিং অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপই এখন সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম। কেন? শুধু তো মেসেজ, ছবি বা ভিডিয়ো পাঠানোর নয়, আর্থিক লেনদেনের ক্ষেত্রেও হোয়াট্সঅ্যাপ অন্যদের টেক্কা দিচ্ছে। এত দিন পর্যন্ত কেবল একটি ফোনেই হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট খোলা যেত। তবে শীঘ্রই এই নিয়মে পরিবর্তন আসতে চলেছে।
এ প্রসঙ্গে মেটা সংস্থা হোয়াটসঅ্যাপ জানিয়েছে, শীঘ্রই একটি স্মার্টফোনে থেকে একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে। যদিও এমন সুবিধা এখন কেবল অ্যান্ড্রয়েড ফোনের বিটা ভার্শনেই মিলবে। অন্যদিকে, হোয়াটসঅ্যাপের ‘ইউজার্স ইন্টারফেজ’-এও বদল এসেছে। অ্যাপের রঙেও পরিবর্তন আনতে চলেছে মেটা সংস্থা হোয়াটসঅ্যাপ। যদিও পুরো প্রক্রিয়াটি এখন ট্রায়ালের স্তরে রয়েছে। সব কিছু পরিকল্পনা মাফিক চললে চলতি বছরেই গ্রাহকরা এই সব সুবিধা পাবেন।
আরও পড়ুন:
বড় বদল আসছে হোয়াট্সঅ্যাপে, ব্যবহারকারীরা নতুন কী কী সুবিধা পাচ্ছেন?
খালি গায়ে ছবি দিলেন হৃতিক, দেখেই প্রেমিকা সাবা ও প্রাক্তন স্ত্রী সুজানের প্রতিক্রিয়া, তালিকায় আর কে কে?
এই সুবিধা পেতে ভাবে স্মার্টফোনে কী কী বদল করতে হবে?