শীঘ্রই বাজারে আসতে চলেছে আইফোন ১৪ ম্যাক্স। ফোনের সেই ছবি ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। এবার আইফোন ১৪ ম্যাক্স সম্পর্কে আরও কিছু তথ্য সামনে এল। নতুন আইফোনের এই সিরিজে থাকবে চারটি মডেল — ‘আইফোন ১৪’, ‘আইফোন ১৪ প্রো’, ‘আইফোন ১৪ ম্যাক্স’ এবং ‘আইফোন ১৪ ম্যাক্স প্রো’।
আইফোন সিরিজের ১৪ ম্যাক্সে একটি নতুন ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন রয়েছে। ’আইফোন ১৪ ম্যাক্স’-এর হ্যান্ডসেটটির ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০এইচজেড। এতে ৬জিবি র্যা ম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সহ এ১৫ বায়োনিক চিপ থাকতে পারে। এছাড়াও, আইফোন ১৪ ম্যাক্সে ১২ মেগাপিক্সলের ডুয়েল রেয়ার ক্যামেরা দিতে পারে কোম্পানি।
আইফোন ১৪ ম্যাক্স ফোনের চিপসেট
●আইফোন ১৪ ম্যাক্স-এর হ্যান্ডসেটটিতে ৯০ এইচজেড রিফ্রেশ রেট-এর ওলেড ডিসপ্লে থাকবে। সঙ্গে থাকবে একটি ৬.৬৮-ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, যার প্রতি ইঞ্চিতে ৪৫৮ পিক্সেল ঘনত্ব (পিপিআই)। এই ফোনটি ৬জিবি এলপিডিআর৪এক্স র্যাথমের সঙ্গে নিউ জেনারেশনের এ১৫ বায়োনিক এসওসি-এর সঙ্গে আসতে পারে। আইফোন-১৩ সিরিজ এবং নতুন আইফোন-এসই (২০২২)-তেও এই চিপ ব্যবহার করা হয়েছে। এই মুহূর্তের খবর হল আইফোন-১৪ প্রো এবং আইফোন-১৪ প্রো মাক্সে নতুন এ১৬ বায়োনিক চিপসেট থাকতে পারে।
ক্যামেরা
● মনে করা হচ্ছে, আইফোন ১৪ ম্যাক্স-এ ২৫৬জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সহ ১২ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।
আইফোন ১৪ ম্যাক্স ফোনের দাম
● আইফোন ১৪ ম্যাক্সে ৬ জিবি র্যা্ম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকতে পারে, যার দাম হতে পারে প্রায় ৬৯,৬০০ টাকা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন ১৩ প্রো-এর দাম প্রায় ৭৭,৩০০ টাকা। এই দামেই দ্বিতীয় ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে।