শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

বর্তমানে ছবি শেয়ার করার অন্যতম সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম। ফেসবুকের পাশাপাশি অনেকেই এই অ্যাপটি ব্যবহার করেন। বন্ধুত্ব হয় অনেক অপরিচিতর সঙ্গেই। তবে অপরিচিত ব্যক্তিকে বন্ধু বানিয়ে অনেকেই পড়েন বিপদে। বিশেষ করে নারীরা, প্রায়ই সাইবার ফ্ল্যাশিংয়ের শিকার হন। অর্থাৎ ইনস্টাগ্রামে মেসেজ বক্সে অনুমতি ছাড়াই পাঠানো হয় পর্নগ্রাফি বা নগ্ন ছবি। মহিলাদের এসব ছবি বা ভিডিও পাঠিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন সাইবার অপরাধীরা। নারী সুরক্ষার কথা মাথায় রেখে এবার ইনস্টাগ্রাম নিচ্ছে নয়া পদক্ষেপ।
সংস্থাটি জানিয়েছে, অনেক সময়ই মহিলাদের ইনবক্সে বিভিন্ন পরিচিত বা অপরিচিত ব্যক্তি আপত্তিকর ছবি বা ভিডিও পাঠান। এতে বিপদেও পড়তে হয়। ইনস্টাগ্রামে এখন থেকে আর অশ্লীল ছবি বা ভিডিও পাঠালে তা ওপেন হবে না। ফলে সাইবারফ্ল্যাশিং থেকে মুক্তি থাকবেন পরিষেবা ব্যবহারকারীরা। নতুন ফিচারটি গ্রাহকদের সুরক্ষিত রাখবে বলে বিশেষজ্ঞদের একাংশের ধারণা। তবে এখন এই ফিচারটির কাজ একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন:

ফের অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, পাওয়া গিয়েছে সুইসাইড নোটও! তদন্ত শুরু করেছে পুলিশ

সেদিনের কোম্পানি বাগানই আজকের বোটানিক্যাল গার্ডেন

সম্প্রতি মেটা টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘চ্যাটে নগ্নতা প্রতিরোধের কাজ জোরকদমে চালাচ্ছে ইনস্টাগ্রাম। চ্যাটে নগ্ন ছবি, ভিডিও থাকলে তা প্রযুক্তির মাধ্যমে আড়াল করে রাখা হবে। অর্থাৎ ওই ছবি বা ভিডিয়ো ব্লার অবস্থায় দেখাবে। ওই ছবি বা ভিডিয়ো ব্যবহারের অনুমতিও মিলবে না।’ বিশেষজ্ঞরা মনে করছেন এই ফিচার বিশেষত মহিলাদের সুরক্ষায় জন্য বেশ কাজের হবে।

Skip to content