রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

শীতপ্রেমী মানুষের সংখ্যা অনেক রয়েছে৷ কিন্তু গরম ভালোবাসেন এমন মানুষের সংখ্যা হয়তো মুষ্টিমেয়৷ কিন্তু বছরের বেশিরভাগ সময়টিই আমরা গরমের মধ্য দিয়েই কাটাই৷ সেই গরম থেকে বাঁচার জন্য আমরা সাহায্য নিই বিভিন্ন বৈদ্যুতিক মেশিনের৷ কঠিন পরিশ্রমকে লাঘব করার জন্যও আমরা নির্ভরশীল হয়ে পড়ি বিভিন্ন বৈদ্যুতিক মেশিনের ওপর৷ কিন্তু দেখা যায়, এই আনন্দ বা মজা আমাদের কাছে একসময় মন খারাপে পরিণত হয়, যখন আমরা মাসের শেষে ইলেকট্রিক বিলটি হাতে পাই৷ আজকে আমরা আলোচনা করব বৈদ্যুতিক বিভিন্ন মেশিনগুলি কেমনভাবে ব্যবহার করলে বিলের সাশ্রয় হবে এবং কোন পন্থা অবলম্বন করলে বিলও কম আসবে৷

ফ্রিজ
যখন ফ্রিজ চালানোর প্রয়োজন নেই তখন অভ্যাসবশত ফ্রিজ চালাবেন না৷ গরম জাতীয় কোনও খাবার ফ্রিজের মধ্যে রাখবেন না৷ ফ্রিজ কখনওই নোংরা রাখবেন না৷ কারণ, নোংরা ফ্রিজ গরম হতে বেশি সময় লাগে৷ কাজেই ফ্রিজ পরিষ্কার করে রেগুলেটরকে বিশ্রাম দিতে হবে৷

এয়ার কন্ডিশনার
নির্দিষ্ট সময়ে আপনার ঘরের এসিটিকে সার্ভিস করাতে হবে৷ সার্ভিস যদি সময়মতো না হয় তাহলে বিল বেশি আসার সম্ভাবনা থাকে৷ এছাড়া আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন এসি চালাচ্ছেন, কিন্তু ঘুমিয়ে পড়ার পর আর এসিটিকে বন্ধ করছেন না৷ সারারাত আপনার এসিটি চলল৷ কিন্তু এই সারারাত চালানোর কোনও প্রয়োজনই ছিল না৷ কারণ, ঘরটিতে যদি দু’ঘণ্টা এসি চালানো হয় তাহলেই ঘরটি ঠান্ডা হয়ে যায়৷ ফলত টাইমার লাগিয়ে রাখুন, যাতে নির্দিষ্ট সময়ে এসিটি বন্ধ হয়ে যায়৷ এনার্জি সাশ্রয়ের ফিচারের উপর ভিত্তি করে এসিকে ১ স্টার, ২ স্টার, ৩ স্টার, ৪ স্টার, ৫ স্টার রেটিং দেওয়া হয়৷ আপনার এসিটি যদি বছরে ১০০০ ঘণ্টার কম চলে এবং বিদ্যুতের ইউনিট পিছু খরচ যদি পাঁচ টাকা হয় তাহলে ৩ স্টার এসি কিনলেই আপনার চলবে৷

ভেন্টিলেশন
ভেন্টিলেশন যদি সঠিকভাবে ভেন্টিলেট করে তাহলে এসির প্রয়োজন খুব একটা পড়ে না৷ ফলত ভেন্টিলেশন এমনভাবেই লাগাতে হবে যাতে পর্যাপ্ত সূর্যের আলো আপনার ঘরে ঢুকতে পারে৷ কাজেই ভেন্টিলেশনের সঠিক ব্যবহারের দিকে যত্নবান হোন৷

কম্পিউটার
আপনি যদি সারাদিন কম্পিউটার চালিয়ে রাখতে চান সেক্ষেত্রে আপনি মনিটরকে বিশ্রাম দিতে পারেন৷ কারণ এই মনিটরই ৫০% বিলের খরচ বাড়ায়৷ এছাড়াও বিদ্যুতের সাশ্রয় হতে পারে আপনি যদি কম্পিউটারকে স্লিপ মোডে রাখেন৷

এলইডি আলো
বাড়ির পুরোনো ময়লা ল্যাম্পগুলিকে সরিয়ে আপনি এলইডি আলোর ব্যবহার করতে পারেন৷ কারণ এই আলোগুলি থেকে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তা সামান্যই৷

ওয়াশিং মেশিন
প্রয়োজনমতো ব্যবহার করুন ওয়াশিং মেশিন৷ অভ্যাসবশত এই মেশিন প্রতিদিন ব্যবহার করবেন না৷ ময়লা কাপড় অনেকগুলি জমলে বেশ কয়েকদিন অন্তর এই মেশিন চালান৷ কাপড় এই মেশিনে না শুকিয়ে রোদে শুকোতে দিন৷ এইগুলি মেনে চললে হয়তো আপনি কিছুটা হলেও বিদ্যুতের সাশ্রয় করতে পারবেন৷

সোলার এনার্জি
সোলার এনার্জিকে আপনি চাইলেই কাজে লাগাতে পারেন৷ এতে অনেক লাভ হয়৷ প্রথম যখন এটি লাগাবেন তখন খরচ হলেও পরবর্তী সময়ে আপনার সাশ্রয় হবে৷

আরও যে সব বিষয় মাথায় রাখতে হবে
মোবাইল বা লাইট চার্জ দিয়েছেন খোলার সময় সুইচ অব করার কথা আপনার মনে নেই৷ এতেও কিন্তু আপনার ইলেকট্রিক বিল বাড়তে পারে৷ বাড়ির কোনও সুইচ খারাপ হয়ে গিয়েছে, তৎক্ষণাৎ আপনি সেই খারাপ সুইচটি পরিবর্তন করিয়ে নিন৷ কেউ টিভি দেখছে না, অথচ টিভিটি চলছে সেদিকে সতর্ক থাকুন৷ কারণ, অযাচিত বিদ্যুৎ খরচ কেনই বা করবেন আপনি৷ ঘরের জানালার জন্য মোটা পর্দা কিনুন, কারণ মোটা পর্দা দিয়ে বাইরের তাপমাত্রা ঘরের ভিতরে আসতে পারে না৷ আর আপনার ঘর ঠান্ডা হলে এসি চালানোর প্রয়োজনও পড়বে না৷

Skip to content