রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

শীতের বিদা নিয়েছে। এখন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতর তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। গরমে আমাদের বন্ধু যেমন পাখা ও এসি তেমনই কিন্তু ফ্রিজও। কাজেই আমাদের লক্ষ্য রাখতে হবে কিভাবে আমরা আমাদের ফ্রিজের যত্ন নেব এবং জেনে নেব ফ্রিজের কোথায় কি রাখা উচিত।
 

কী কী বিষয় মেনে চলতে হবে?

 

কোথায় রাখবেন

আপনি ফ্রিজটিকে কোথায় রাখছেন তা অতি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ফ্রিজের যত্ন নিতে গেলে তার অবস্থানের উপরেও বিশেষ গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, ওভেনের কাছে বা কোনও প্রকার হিট ভেন্টের কাছে ফ্রিজ রাখা যাবে না। একে সূর্যালোক থেকে দূরে রাখতে হবে। আর যদি রান্নাঘর ছাড়া আপনার ফ্রিজ রাখার জায়গা না থাকে তাহলে ইন্সুলেটেড বোর্ড দিয়ে ওভেন বা ফ্রিজের মাঝখানে ব্যবধান তৈরি করে দিতে হবে। খেয়াল রাখতে হবে দুটি জিনিসের মধ্যে যেন কিছুটা দুরত্ব থাকে।

 

রাবার সেল

ফ্রিজের দরজায় যে ‘রাবার সেল’ থাকে তা আলগা হয়ে গেলে অবশ্যই বদলে দেবেন। কারণ, এর মাধ্যমে বাইরের উষ্ণ হাওয়া ফ্রিজের মধ্যে ঢোকে। এতে ফ্রিজের ওপর খুব চাপ বাড়ে। বিদ্যুৎ খরচ বাড়ে।
 

ফ্রিজের উপর পরিষ্কার রাখুন

আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফ্রিজের উপরে কোনও রকম সরঞ্জাম রেখে ওপরটিকে স্টোরেজ করে ফেলবেন না। ফ্রিজের ওপরটি ফাঁকা রাখবেন। নজর রাখবেন, ফ্রিজের ওপরে যেন ধুলো না জমে। এমনকী, ওপরের অংশ তোয়ালে দিয়েও ঢেকে রাখা যাবে না।

আরও পড়ুন:

এসি চালিয়েও কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করবেন? জেনে নিন এসি-র খুঁটিনাটি

গরমে প্রচুর ঘাম হয়? এমন দিনে শরীরে জলের জোগান ঠিক রাখতে এই ৫ ফল খান

 

ফ্রিজে কীভাবে পাত্র রাখবেন

ফ্রিজে রাখা খাবারের পাত্র যেন একে অন্যের সঙ্গে ঠেকে না থাকে। গরম খাবার কখনই ফ্রিজে রাখবেন না। কাঁচা সবজি সবসময়ই ফ্রিজের ভেজিটেবল বাস্কেটে রাখুন।
 

পরিষ্কার পরিচ্ছন্নতা

বিদ্যুতের সুইচ বন্ধ করে ফ্রিজের পিছনে কয়েলের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। কারণ, এখানে ধুলো জমলে ফ্রিজের কম্প্রেসারের ওপর চাপ পড়ে।
 

ফ্রিজের দরজা

ফ্রিজের দরজা অনেকক্ষণ খুলে রাখবেন না। এক্ষেত্রে ফ্রিজে যে সব জিনিসপত্র রাখবেন সেগুলিকে নিয়ে আসুন ফ্রিজের সামনে। চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব খুব অল্প সময় দরজা খোলা রাখা যায়।

আরও পড়ুন:

জল ঠিক মতো খাওয়া হচ্ছে না? শরীর কিন্তু নিজেই জানিয়ে দেবে, কোন ৫ উপসর্গে একদমই অবহেলা নয়?

রক্ত পরীক্ষার না করেই কী ভাবে বুঝবেন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে কি না?

 

কী রাখবেন, কী রাখবেন না

কুমড়ো, মধু, আলু, পেঁয়াজ, পটল, রসুন, আদা এগুলি সাধারণত ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে না। তাই এগুলি ফ্রিজে রেখে অযথা জায়গা ভর্তি না করাই বুদ্ধিমানের কাজ।
 

জল-দুধ-ফলের রস

ফ্রিজের দরজায় জলের বোতল বা বিভিন্ন ধরনের ফলের রস প্রভৃতি রাখা যেতে পারে। কিন্তু দুধের বোতল রাখা উচিত নয়। কারণ দুধে ব্যাকটেরিয়া জন্মায়। দুধ যদি রাখতেই হয় তাহলে ফ্রিজের ওপরের দিকে শেলফে রাখতে পারেন। বিভিন্ন ফ্রোজেন ফুড ফ্রিজার অংশে রাখতে পারেন।

বিভিন্ন ফ্রিজের রাখার জায়গা বিভিন্ন রকম, সেক্ষেত্রে অনেক সময় জিনিসপত্র রাখার পদ্ধতিও বদলে যায়। সেগুলি লক্ষ্য রাখবেন। যত্ন নিন ফ্রিজের, সুখ উপভোগ করুন স্বাচ্ছন্দ্যের সঙ্গে।


Skip to content