
রোজ দিন ২৪ ঘণ্টা যখন তখন মেল ঢুকছে। ইনবক্সে কয়েক হাজার মেল। একেবারে উপছে পড়ছে মেল। মুশকিল হল, এত মেলের মধ্যে জরুরি ইমেলটি খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়। কোনও কোনও ক্ষেত্রে গুগল-এর জিমেল-এর ‘সার্চ’ অপশনে গিয়ে খুঁজে হয়তো পাওয়া যায়, তবে তা সময়সাপেক্ষ। আর অনেক পুরনো ইমেল হলে তো হয়েছে, সেল মেল খোঁজতে অনেক সময় লাগে। এমন সমস্যার সামাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার করে ‘সার্চ টুল’-এ নতুন আপডেট আনল গুগ্ল।
এআই-নিয়ন্ত্রিত এই সার্চ অপশনে কীভাবে খুঁজবেন? এখানে আর কিওয়ার্ড দিয়ে মেল খুঁজতে হবে না। নতুন প্রযুক্তিতে যে ইমেল আইডি থেকে বেশি ইমেল আসে বা যে আইডিতে বেশি ইমেল পাঠানো হয়, সেটিই অ্যালগরিদ্মে ‘মোস্ট রিলেভ্যান্ট’ হয়ে যাবে। সুবিধা হল, এই ‘মোস্ট রিলেভ্যান্ট’ অপশনকে কাজে লাগিয়ে জরুরি মেল খোঁজা যাবে সহজে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০৭: লুকাবো বলি, লুকাবো কোথায়?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯o: মা সারদার কথায় ‘ঈশ্বর হলেন বালকস্বভাব’
সারা বিশ্বেই জিমেল অ্যাকাউন্টে এই সার্চ অপশন চালু হয়েছে। জানা গিয়েছে, এই সুবিধা পাওয়া যাবে জিমেলের অ্যাপ হোক বা ওয়েব ভার্সন, সবেতে। গ্রাহকরা ‘মোস্ট রিলেভ্যান্ট’ এবং ‘মোস্ট রিসেন্ট’— এই দুই অপশন বেছে নেওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৯: আকাশ এখনও মেঘলা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫১: রোজই দেখি আলাস্কা পর্বতশৃঙ্গের বাঁ দিকের চূড়া থেকে সূর্য উঠতে
কীভাবে কাজ করবে এই প্রযুক্তি? ধরুন সার্চ অপশনে গিয়ে যে জরুরি মেল খুঁজে পেতে চান তার কিওয়ার্ড দিয়েছেন। এত দিন পর্যন্ত আপনি যে কিওয়ার্ড দিইয়ে সার্টিচ করছেন, তাঁর সঙ্গে মিল রয়েছে এমন সব মেল সামনে চলে আসত। এর মসম্যা হল, এতে অনেক অপ্রয়োজনীয় মেলও তালিকায় থাকত। সেই তালিকা থেকে আবার আপনাকে জরুরি মেলটি খুঁজতে হতো। কিন্তু নতুন প্রযুক্তিতে তা আর হবে না।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৩: সাত-সহেলি

গল্পবৃক্ষ, পর্ব-২২: নন্দিবিলাস-জাতক: রূঢ়ভাষে কষ্ট কারও করিও না মন
সাম্প্রতিক সময়ের মেল খুঁজতে ‘মোস্ট রিসেন্ট’ অপশন, আর পুরনো মেল খুঁজতে ‘মোস্ট রিলেভ্যান্ট’ অপশনটি গ্রাহকরা ব্যবহার করা পারবেন। এতে আপনি ঠিক যে জরুরি মেলটি খুঁজে পেতে চাইছেন, সেই মেলটিই সামনে চলে আসবে। গুগল-এর নতুন এই ‘এআই-অ্যালগরিদ্ম’ অপ্রয়োজনীয় সব মেলকে সরিয়ে দেবে। এতে জিমেলে আপনি খুব তারাতাড়ি সার্চও করতে পারবেন।