
ছবি: প্রতীকী।
আজকাল হোয়াটস্অ্যাপে যখন তখন অপরিচিত নম্বর থেকে ভিডিয়ো বা মেসেজ আসছে। এ রকম অবাঞ্ছিত মেসেজে এলে কার ভাল লাগে। তখন সেই চ্যাট ডিলিট করা, নম্বর ব্লক করা-সহ হাজারো ঝামেলা সামলাতে হয়। মুশকিল হল, আমরা অনেক সময় অসতর্কতায় কোনও মেসেজ খুলে ফেলি বা কোনও ভুয়ো লিঙ্কে ক্লিক করে ফেলি। এ রকম ক্ষেত্রে প্রতারিত হওয়ারও প্রবল ঝুঁকি থাকে।
চিন্তার বিষয় হল, হ্যাকারেরা এখন জালিয়াতি করতে সামাজিক মাধ্যমকেই হাতিয়ার করছে। এর থেকে মুক্তি পেতে যদি এমন উপায় থাকতো, যার সাহায্যে ওই সব অজানা নম্বর থেকে আসা মেসেজ বা ভিডিয়ো একেবারেই বন্ধ করা সম্ভব হতো, তা হলে খুব ভালো হয়।
আরও পড়ুন:

বসুন্ধরা এবং…, ৩য় খণ্ড, পর্ব-৩৬: টেলিপ্যাথি

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৭: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— রামবাণ ও পানি তাঙ্কি
গ্রাহকদের এই সমস্যার কথা মাথায় রেখে হোয়াটস্অ্যাপ একটি নতুন ফিচার নিয়ে আসছে। এর বিটা ভার্সনে ফিচার নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ফিচারে ব্যক্তিগত নিরাপত্তায় বাড়তি জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হোয়াটস্অ্যাপে গ্রাহকদের সুরক্ষা দিতে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ সিস্টেম চালু রয়েছে। এ বার ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ সিস্টেমের সঙ্গে আরও একটি নতুন ফিচার যোগ করতে চলেছেন হোয়াটস্অ্যাপ কর্তৃপক্ষ।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৯: শাসক বেকায়দায় পড়লেই প্রতিপক্ষকে সন্ধির প্রতিশ্রুতি দেয়, যদিও রাজনীতিতে সে সব মানা হয় না

পর্দার আড়ালে, পর্ব-৬২: সত্যজিৎ রায় রুপটান শিল্পীকে বলেছিলেন, উত্তমকুমারের কোনও মেকআপ করার
নতুন ফিচারে কী কী সুবিধা পাওয়া যাবে?
এই সুবিধা পাওয়া যাবে হোয়াটস্অ্যাপের বিটা ভার্সনে। আপাতত অ্যান্ড্রয়েডের ২.২৪ .১৭ .২৪ ভার্সনে নতুন ফিচার মিলবে। এর জন্য গুগ্ল প্লে স্টোরে গিয়ে আপনার হোয়াটস্অ্যাপকে আপডেট করতে হবে, তা হলেই নতুন ফিচারটি মিলবে। তবে সকলের অ্যান্ড্রয়েডের ফোনে এই ফিচারটি আপডেট হবে কি না সে বিষয়ে হোয়াটস্অ্যাপ নিশ্চিত করে জানায়নি। যদিও সব গ্রাহকই দ্রুত এই ফিচারের সুবিধা পাবেন বলে সংস্থাটি জানিয়েছে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৮৪: ঝোপে-ঝাড়ে হায়েনা
কী ভাবে আপডেট করবেন?
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৮১: তথাকথিত পরিচয়হীন প্রতিভার মূল্যায়ন কী শুধুই সাফল্যের নিরিখে সম্ভব?
