শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

ছবি: প্রতীকী।

অবশেষে ঘণ্টাখানেক পর ফেসবুক এবং ইনস্টাগ্রামের সমস্যা মিটেছে। আচমকা ফেসবুক এবং ইনস্টাগ্রাম আপনাআপনি লগ আউট হয়ে যাচ্ছিল। পরে ঘণ্টাখানেক পরে অর্থাৎ রাত ১০টা নাগাদ আবার ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্ট লগ ইন করতে পেরেছেন। বিপত্তি শুরু হয়েছিল রাত ৯টা নাগাদ। সমস্যা মিটলেও দুই সমাজমাধ্যমের মূল সংস্থা মেটা এখনও কারণ জানায়নি।
আরও পড়ুন:

রাতের ঘুম কেড়েছে মোবাইল ঘাঁটার অভ্যাস? এই সব উপায় মেনে চললে মিটবে অনিদ্রার সমস্যা

রশ্মিকা কি বিজয়ের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন উস্কে দিলেন, পর্দার ‘গীতাঞ্জলি’ কী বললেন?

ভারতে ফেসবুক এবং ইনস্টাগ্রাম গ্রাহকরা মঙ্গলবার রাত ৯টা নাগাদ সমস্যায় পড়েন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজে থেকে লগ আউট হয়ে যাচ্ছিল। ব্যবহারকারীরা আবার লগ ইন করার মেসেজ পান। তাতে অবশ্য সমস্যা মেটেনি। পরে জানা যায় বিশ্বজুড়ে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েছেন। শেষমেশ আবার আপনা থেকেই লগ ইন করা গিয়েছে। মেটা এ নিয়ে কেন বিবৃতি দিচ্ছে না, সমাজমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নেটাগরিকরা সরব হতে শুরু করেন।

Skip to content