মঙ্গলবার ১১ মার্চ, ২০২৫


ছবি প্রতীকী

দিনে অন্তত ১২ ঘণ্টা করে সপ্তাহের সাত দিনই কাজ করতে হবে। টুইটার কেনার পর কর্মীদের জন্য কড়া নিয়ম জারি করলেন সংস্থার সিইও ইলন মাস্ক। সংস্থার ম্যানেজারেরা কর্মীদের স্পষ্টই জানিয়েছেন, নতুন কর্তার বেঁধে দেওয়া সময়সীমায় কাজ শেষ করতে হলে অতিরিক্ত সময় দিতেই হবে। একটি সংবাদ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘কিছু কর্মীকে টুইটারের পক্ষ থেকে দিনে ১২ ঘণ্টা এবং সপ্তাহে সাত দিন কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’’
কিন্তু অতিরিক্ত সময় কাজের জন্য কর্মীদের ‘অতিরিক্ত পারিশ্রমিকের’ কোনও আশ্বাস দেওয়া হয়নি। এমনকি, ‘চাকরির নিরাপত্তা’ও নিশ্চিত করা হয়নি বলে কর্মীরা অভিযোগ করছেন। সূত্রের খবর, নভেম্বরের মধ্যে ইঞ্জিনিয়ারদের নির্দিষ্ট কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। না পারলে চাকরি থেকে ছাঁটাই করা হতে পারে বলেও সাবধান করছে সংস্থা। দরকারে ৫০ শতাংশ কর্মী ছেঁটে ফেলবেন বলেও সতর্ক করেছেন মাস্ক।
আরও পড়ুন:

হৈমন্তীকা আরাধনায় চন্দননগর

ত্বকের পরিচর্যায়: শীতে কি আপনার ত্বক শুকিয়ে যায়? মেনে চলুন ত্বক বিশেষজ্ঞের এই পরামর্শগুলি

টুইটারে নিজের প্রোফাইলে নীল চিহ্ন বা ব্লু টিকের জন্য এর পর থেকে অতিরিক্ত টাকা দিতে হবে বলে আগেই ঘোষণা করেছিলেন ইলন। সূত্রের খবর, এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য ইঞ্জিনিয়ারদের ৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। না পারলে ছেড়ে দিতে হবে চাকরি এই হুঁশিয়ারিও দিয়েছেন। এ ছাড়া ওই সময়সীমার মধ্যে আরও কিছু কাজ শেষ করতে হবে বলেও খবর। প্রসঙ্গত, টুইটারের দায়িত্ব নেওয়ার পর সংস্থার প্রাক্তন সিইও পরাগ আগরওয়ালকেই ছেঁটে ফেলেন ইলন।

Skip to content