![](https://samayupdates.in/wp-content/uploads/2022/03/bajaj-new-1.png)
ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
বাইক প্রেমী মানুষের জন্য সুখবর। নতুন রঙে নিজেকে রাঙিয়ে বাজারে এল বাজাজ পালসার এফ২৫০ ব্লু বাইক। গত বছরের অক্টোবরে বাজারে এসেছিল বাজাজ পালসার এন২৫০ এবং এফ২৫০। টেকনো গ্রে ও রেসিং রেড কালারের ভিন্ন গ্রাফিক্সে বাইক দুটিকে সাজানো হয়েছিল। তখন দুটি বাইকের দাম ছিল ১.৩৮ এবং ১.৪০ লক্ষ টাকা। এবার সংস্থাটি নীল রঙের সঙ্গে একেবারে অন্য লুকের পালসার এফ২৫০ ব্লু মডেলটি নিয়ে এসেছে। এই বাইক ক্রেতাদের নজর কাড়বে বলে সংস্থার আশা। এতে রয়েছে ২৪৯.০৭সিসি ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার, ২টি ভালভ, অয়েল কুল্ড প্রভৃতি প্রযুক্তি। এর ফুয়েল ইনজেক্ট মোটরটি থেকে ৮,৭৫০ আরপিএম গতিতে ২৪.৫ পিএস শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ২১.৫ এনএম টর্ক পাওয়া যাবে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ার বক্স। দুটি চাকাতে ডিস্ক ব্রেক, সিঙ্গেল চ্যানেল এবিএস, টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক, রিয়ার নাইটেক্স, মনোশক সাসপেনশন-এর মতো সুবিধা পাওয়া যাবে। ১৭ ইঞ্চি হুইল, ১০০/৮০ ফ্রন্ট এবং ১৩০/৭০ রিয়ার টিউবলেস টায়ার আছে। পূর্বের গাড়িগুলির যে দাম ছিল সেরকমই দাম থাকবে এই গাড়িটির বলে জানা গিয়েছে।