শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

এখন ওয়্যারলেস হেডফোন ও ইয়ারফোন জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু সমস্যা হল, এই ধরনের হেডফোনের চার্জ বেশিক্ষণ থাকে না। তাই মাঝে মাঝে মেজাজটা ঠিক থাকে না কারও কারও। লং ড্রাইভে যেতে যেতে ইচ্ছে হল খানিক ক্ষণ গান শোনার, কিন্তু কিছু ক্ষণ পরই চার্জ শেষ। এই ধরনের সমস্যার সমাধানে অ্যাডিডস একটি উচ্চপ্রযুক্তির রিচার্জেবল ইয়ারফোন নিয়ে এসেছে। মাঝ রাস্তায় চার্জ ফুরিয়ে গেলেও আর চিন্তা নেই, কিছু ক্ষণ রোদে ঘুরে আসলেই মিটে যাবে সমস্যা। এমনকি, সূর্যের আলো না পেলে ঘরের আলোতেই চার্জ হয়ে যাবে এই স্মার্ট হেডফোনের ব্যাটারি।
অবাক হচ্ছেন? ভাবছেন এরকম আবার হয় নাকি? সত্যি, ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডস বাজারে এনেছে আরপিটি-০২ এসওএল নামে একটি সৌরশক্তি চালিত হেডফোন। সংস্থার দাবি, শুধু সূর্যালোকই নয়, যে কোনও আলোর সাহায্যেও নাকি চার্জ দেওয়া যাবে এই হেডফোন। আসলে এই ইয়ারফোনে রয়েছে রিসাইকেল করা প্লাস্টিকের হেডব্যান্ড। এর মধ্যে রয়েছে ইন-বিল্ট সোলার সেল, যা যেকোনও প্রাকৃতিক এবং কৃত্রিম আলোকে ব্যাটারি লাইফে রূপান্তরিত করতে পারে।
হেডফোনটিতে পুরো চার্জ হতে সময় লাগবে দু’ঘণ্টা। ঘুটঘুটে অন্ধকারেও টানা ৮০ ঘণ্টা চলবে হেডফোনটি, দাবি সংস্থার। ভি৫.২ ব্লুটুথ-এর মাধ্যমে ব্যবহার করা যাবে হেডফোনটি। ফোন ধরা ও গান বদল করার মতো অন্যান্য সাধারণ পরিষেবাও থাকবে।
অ্যাডিডস জানিয়েছে, ২৩ অগস্ট থেকে নতুন ‘আরপিটি-০২ সোল’ ব্লুটুথ হেডফোন সরবরাহ করা শুরু হবে। আপাতত আমেরিকাতেই মিলবে হেডফোনগুলি। কিন্তু এখনই ভারতের বাজারে আসবে কিনা সে ব্যাপারেও নিশ্চিত ভাবে কোনও তথ্য জানা যায়নি। সুত্রের খবর, হেডফোনগুলোর খুচরা দাম হবে ২৩০ ডলার করে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ হাজার টাকা। বারবার চার্জে দেওয়ার ঝামেলা না থাকায় ক্রেতা ও ব্যবহারকারীদের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়বে বলে আশা করছে সংস্থাটি।

Skip to content