শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

জিমে শরীর চর্চা করতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন এক তরুণী। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই তরুণীকে মৃত ঘোষণা করেন। বাঁশদ্রোণী থানা নিরঞ্জন পল্লিতে বাড়ি ওই তরুণীর নাম ঋত্বিকা দাস। বয়স কমবেশি ২০ বছর। ঋত্বিকার বাবা পেশায় একজন অটো চালক। ওজন বাড়ায় মাস তিনেক হল তিনি জিম শুরু করেছিলেন। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। অভিযোগ, বুকে ব্যথা অনুভব করা সত্তেও ওই তরুণীকে শরীর চর্চা করানো হয়। তা এই পরিণতি হয় তরুণীর।বে গোটা বিষয়টা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঋত্বিকা মঙ্গলবার বিকেলে নাগাদ সোনালি পার্কের ওই জিমে গিয়েছিলেন। সেখানেই তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাঁকে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ প্রসঙ্গে জিমে ঋত্বিকার এক সঙ্গীর বক্তব্য, জিমে প্রবেশের সময় ঋত্বিকা জানিয়েছিলেন তিনি বুকে ব্যথা অনুভব করছেন। তারপর তিনি ওয়ার্ম আপ শুরু করেন। সে সময়ই ঋত্বিকা হঠাৎ পড়ে যান। জিমে থাকা ব্যক্তিরা ঋত্বিকাকে তুলে চোখে মুখে জল দেন। সেই সঙ্গে তাঁর বাড়িতেও খবর দেওয়া হয়। তখন দ্রুত তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েই ঋত্বিকার মৃত্যু হয়েছে। যদিও তাঁর শারীরিক সমস্যা ছিল কি না এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে জানা যাবে মৃত্যুর আসল কারণ।

Skip to content