বাঙালি পুরুষদের শীতের পোশাক ঠিক কেমন হলে ভালো মানাবে? এই প্রশ্নের উত্তরে কেউ বলবেন শাল-চাদর, কেউ বলবেন হনুমান টুপি। কেউ আবার বলবেন ও রকম ছকে বাঁধা কোনও পোশাক হয় না। পোশাক নিয়ে ভিন্ন মত থাকলেও এ বিষয়ে অনেকেই একমত হবেন যে, শীতের পোশাকের কাজ এখন আর শুধু শরীর গরম রাখার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন উষ্ণতার সঙ্গে ফ্যাশন ও আরাম সমান ভাবে সবাই আশা করে থাকেন। তাই হাল ফ্যাশন পুরুষরা এ বার শীতে ওয়ারড্রোবে রাখবেন কোন কোন পোশাক?
নজর কাড়তে ওয়ারড্রোবে এই সব পোশাক রাখতে পারেন
বিয়েবাড়ির পোশাক
● ডিসেম্বর আর জানুয়ারি মাস মানেই পাড়ায় পাড়ায় বিয়ের অনুষ্ঠান। আর বিয়ের অনুষ্ঠানে এখন অনেকের কাছেই সাবেকি সাজ অগ্রাধিকার পায়। নেহরু জ্যাকেট, মোদি কোট দিয়ে ইন্দো-ওয়েস্টার্ন সাজে সাজিয়ে তুলতে পারেন নিজেকে। তবে বুকখোলা লং ভি-নেক কুর্তা এড়িয়ে চলুন। কারণ এতে ঠান্ডাও তেমন ভাবে আটকাবে না, আর শীতের বিয়েবাড়িতে তেমন মানানসইও হবে না।