সোমবার ৮ জুলাই, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

বেসনের উবটন দিয়ে তৈরি উপাদান ত্বকের পরিচর্যার জন্য উপকারী। এই উবটন ব্যবহার করলে ত্বককে ময়শ্চারাইজ থাকবে। ত্বকের মৃতকোষগুলিও দূর হয়। এই ঘরোয়া প্যাকের সাহায্যে ত্বকের নানান উপকার হয়। জেনে নিন, ত্বকের যত্নে কী ভাবে কাজে আসে বেসন।
 

বেসন, টম্যাটো এবং হলুদ

এক চা চামচ বেসনের সঙ্গে কিছুটা হলুদ গুঁড়ো এবং এক চামচ টম্যাটোর রস মিশিয়ে একটি ফেস প্যাক বানিয়ে নিন। ২০-২৫ মিনিট লাগিয়ে মুখে মেখে রাখুন। তার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

 

বেসন, দই এবং মধু

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে দুই টেবিল চামচ বেসনের সঙ্গে এক চা চামচ মধু এবং অর্ধেক চামচ টক দই ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণটি ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন ভালো করে।

আরও পড়ুন:

আপনি কি মদ্যপান করেন? লিভারে ফ্যাট জমেছে কি না পা দেখেই কী ভাবে বুঝবেন?

দীর্ঘদিন পিঠের যন্ত্রণায় ভুগছেন? মুশকিল আসানে রইল ১০টি ঘরোয়া টোটকা

 

বেসন, পেঁপে এবং কমলালেবুর রস

প্রথমে এক টেবিল চামচ বেসন নিন। তার সঙ্গে দুই চা চামচ কমলালেবুর রস এবং তিন-চার টুকরো পাকা পেঁপে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটা যেন খুব ঘন না হয় তার দিকে লক্ষ্য রাখবেন। প্রয়োজন হলে একটু জল মিশিয়ে নিতে পারেন। ৩০ মিনিট মুখে লাগিয়ে রাখার পর জল দিয়ে মিখ ধুযে ফেলুন।


Skip to content