বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

বিয়েবাড়িতে সকলের সাজগোজের বাহারটা একটু বেশিই থাকে। সাজের দিক থেকে নিজেকে সবার চেয়ে আলাদা রাখতে হালফিলের ফ্যাশনে মজেছেন পুরুষ থেকে নারী সকলেই। সাজগোজের দিক থেকে মেয়েদের সঙ্গে পাল্লা দিচ্ছেন পুরুষরাও। বিয়ের মরশুমে নানা ধরনের পাঞ্জাবি, শেরওয়ানি, ধুতি, স্যুটে নিজেদের সাজিয়ে তুলছেন পুরুষরা। সাবেকি পোশাক হোক কিংবা আধুনিক সাজঘরে নিজেদের অন্যদের থেকে আলাদা করে তাক লাগিয়ে দিচ্ছেন সকলে। পুরুষদের জমকালো পোশাকে একেবারে জমজমাট বিয়েবাড়ি। এবার তাহলে জেনে নিন বিয়েবাড়িতে ঠিক কোন কোন পোশাকে সাজলে আপনি সকলের নজর কাড়তে পারবেন।

১. নানা রঙের নকশা করা পাঞ্জাবি
বিয়েবাড়িতে নজরকাড়ার জন্য সুন্দর কারুকার্য করা পাঞ্জাবিই যথেষ্ট। রঙিন পাঞ্জাবিতে নকশা করা থাকলে সেই পাঞ্জাবির জৌলুস আরও দ্বিগুণ হয়। তাই বিয়েবাড়িতে পরার জন্য নিমন্ত্রিত পুরুষদের প্রথম পছন্দ হয় এই পাঞ্জাবিই। বাঙালির নস্ট্যালজিয়া জড়িয়ে আছে এই পাঞ্জাবিতে। শুধুমাত্র বিয়েবাড়ি নয়, যেকোনও অনুষ্ঠানে যেকোনও উৎসবে বাঙালি পাঞ্জাবি পরতেই বেশি পছন্দ করে থাকে। তবে আধুনিক যুগে পাঞ্জাবির অনেক ধরন বাজারে এসেছে। বর্তমানে সাদামাটা সাধারণ পাঞ্জাবির থেকেও নকশা করা পাঞ্জাবির বেশি চাহিদা। তাই এখন আপনি বিয়েবাড়িতে পরার জন্য বুটিকের তৈরি নানা ধরনের কারুকার্য করা পাঞ্জাবি বেছে নিতে পারেন। নকশা করা পাঞ্জাবির পাশাপাশি বিয়েবাড়িতে নিজেকে সাজিয়ে তোলার জন্য আপনি খেসের পাঞ্জাবিও বেছে নিতে পারেন। আর আপনি যদি পাঞ্জাবিতে নতুনত্বের ছোঁয়া আনতে চান, তাহলে কাঠ বা দামি কোনও ধাতুর তৈরি বোতামও ব্যবহার করতে পারেন।

২. নতুন স্টাইলের ধুতি
বিয়েবাড়িতে তাক লাগানোর জন্য যদি আপনি পাঞ্জাবিকেই বেছে নেন তাহলে তার সঙ্গে ধুতিও হতে হবে মানানসই। যেমন, নকশা করা পাঞ্জাবির সঙ্গে সুতোর কাজ করা ধুতি একেবারে রাজযোটক। আবার পাঞ্জাবি বা ছোট কুর্তার সঙ্গে বিপরীত রঙের ধুতিও ভালো মানাবে। তাই সকলের মাঝে একটু অন্যরকম স্মার্ট লুক তৈরি করতে হলে এই ধরনের ধুতিই হবে আপনার জন্য উপযুক্ত। তবে ধুতি পরতে সমস্যা হলে সেলাই করা রেডিমেট ধুতিও কিনতে পারেন আপনি। তাহলে ধুতি পরা অনেকটাই সহজ হয়ে যাবে।

৩. স্যুট
ধুতি-পাঞ্জাবির পাশাপাশি বিয়েবাড়িতে বিশেষ করে প্রীতিভোজের দিন অনেকেই স্যুট পরেন। বিয়েবাড়িতে আপনার ত্বকের সঙ্গে মানানসই বা গাঢ় রঙের ব্লেজার বা স্যুট ভালো মানাবে। তবে অবশ্যই ভালো দোকান থেকে শরীরের সঠিক মাপ দিয়ে তৈরি করতে হবে স্যুট। আর সঙ্গে অবশ্যই থাকতে হবে মানানসই ঘড়ি, বেল্ট, জুতো।

৪. শেরওয়ানি
বিয়েবাড়ি থাকলে পুরুষদের পছন্দসই পোশকের তালিকায় উপরের দিকে থাকে শেরওয়ানি। কালোর সঙ্গে সোনালি জরির এমব্রয়ডারি করা শেরওয়ানি নিমন্ত্রিতদের নজর আপনার দিকে রাখতে বাধ্য করবে। বিয়েবাড়িতে কালো রঙের শেরওয়ানি না পরলে পাঠানি শেরওয়ানিও পরতে পারেন। যাঁদের উচ্চতা বেশি তাঁদেরকে এই রকম শেরওয়ানিতে খুবই ভালো লাগবে। এছাড়াও যাঁরা ট্র্যাডিশনাল পোশাক পছন্দ করেন তাঁরা চুড়িদার শেরওয়ানি পরতেই পারেন। আর তার সঙ্গে পরতে হবে মানানসই জুতোও। শেরওয়ানির সঙ্গে সুতোর কাজ করা সুন্দর জুতো ভালো মানাবে।

৫. প্রিন্টেড জহরকোট
প্রিন্টেড জহরকোটও বিয়েবাড়িতে আপনাকে একটা অন্য লুক দেবে। শার্ট হোক বা কুর্তা যেকোনও পোশাকের সঙ্গেই যে জহরকোট ভালো মানানসই হয়ে যায়। বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠানে এই জহরকোট পরার ট্রেন্ড চালু হয়েছে। জহরকোট আপনার পোশাকে যেমন নতুনত্বের ছোঁয়া লাগাবে তেমনই আপনাকে একেবারে অন্যরকম লুকে সাজিয়ে তুলবে। সৌন্দর্য বৃদ্ধি এবং সাদামাটা থেকে একটু জমকালো সাজের জন্য আপনি বেছে নিতে পারেন বুটিকের তৈরি প্রিন্টেড জহরকোটও। আর এর সঙ্গে বুক পকেটে যদি মানানসই একটি সুন্দর রুমাল রাখেন। তাহলে তো কেল্লা ফতে! বিয়েবাড়িতে আপনার সাজে সকলের নজর পড়তে বাধ্য।

Skip to content