রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

কিছুদিন আগে প্রেমের হাত ধরেই কাছাকাছি এসেছিলেন দু’জনে। ভালোবাসা ছিল সেখানে সম্পর্কের অন্যতম মূলধন। কিন্তু একজন ভালোবাসার বিপুল স্রোতে ভেসে যান। আবার আর একজন সন্তর্পনে সমস্ত আবেগের ছোঁয়াচ বাঁচিয়ে চলার চেষ্টা করেন। এমন অবস্থায় যিনি সঙ্গীর প্রতি ভালোবাসা উজাড় করে দিলেন, তাঁর অস্তিত্বসঙ্কট হতে পারে। তিনি এমন অনুভূতি অনুভব করবেন যখন সঙ্গী আপনাকে কম গুরুত্ব দেবেন। মানুষের মন বোঝা অত্যন্ত কঠিন। কিন্তু কয়েকটি লক্ষণ রয়েছে, যেগুলি দেখলেআপনি বুঝতে পারবেন আপনার সঙ্গী আপনাকে কম গুরুত্ব দিচ্ছে।
 

শুধু প্রয়োজনের কথাবার্তা

প্রেমের সম্পর্কে আছেন মানেই সব সময় কাছাকাছি থাকতে হবে কিংবা দিনভর গল্প করে যেতে হবে না। কিন্তু শুধু কোনও দরকার পড়লে সঙ্গীকে মনে পড়ে, সেটাও কোনও বাস্তবসম্মত কথা নয়। ব্যস্ততার দোহাই দিয়ে কি সঙ্গী আপনার সঙ্গে কথা বলা এড়িয়ে যাচ্ছেন? তা হলে এক বার একটু তলিয়ে ভেবে দেখতে পারেন, যে আপনার গুরুত্ব তাঁর কাছে ঠিক কতটা। তবে নিজের মতো কিছু ভেবে না নিয়ে বরং পরিষ্কার করে কথা বলে নেওয়াই ভালো।

আরও পড়ুন:

অমিতাভকে সরাসরি ‘অপমান’? ‘শোলে’ প্রসঙ্গে কী বললেন তারকা অভিনেতা কমল হাসান?

ষাট পেরিয়ে, পর্ব-২৫: মা-বাবার বয়স বাড়ছে, এই সময় পড়ে গেলে বড় বিপদ ঘটতে পারে, সুরক্ষার প্রয়োজনে মানতে হবে কিছু নিয়ম/১

 

দেখা করার পরিকল্পনা বদল

বিশেষ কোনও উৎসব হোক কিংবা এমনি কোনও দিন, দু’জনে একসঙ্গে কোথাও যাবেন বলে ঠিক করে রেখেছেন। হঠাৎ করে শেষ মুহূর্তে জরুরি কাজ পড়ে গিয়েছে বলে কি সঙ্গী প্রায়ই পরিকল্পনা ভেস্তে দেন? বার বার এমন হলে এ বার বিষয়টি নিয়ে ভাবুন। তবে দূর থেকে ভাব্লে শুধু ভুল বোঝাবুঝি বাড়ে, সমাধান কিছু হয় না। হতেই পারে, সঙ্গত কোনও কারণেই পরিকল্পনাটি বাতিল করেছেন তিনি।

আরও পড়ুন:

ঘুম থেকে উঠেই জল খান? কিন্তু বহু দিনের এই অভ্যাস কি আদৌ স্বাস্থ্যের জন্য ভালো?

শাশ্বতী রামায়ণী, পর্ব-৫২: আঁধার ঘনালো বুঝি সীতার ভুবনে…

 

আপনার বলা কথা ভুলে যাওয়া

দু’জনে একসঙ্গে কাটানোর মুহূর্তগুলি আপনার ভাল থাকার রসদ হলেও, সঙ্গী কি সেই মুহূর্তগুলি সহজেই ভুলে যান? কিছুতেই মনে রাখেন না? ওই মুহূর্তগুলি আপনার কাছে যতটা দামি, উল্টো দিকের মানুষটির কাছে সেই মুহূর্তগুলির কোনও গুরুত্ব নেই? সে ক্ষেত্রে খারাপ লাগতেই পারে। এমনকি, মনে অন্য কোনও ভাবনা আসাও অস্বাভাবিক নয়। এ ক্ষেত্রে খুব ভাল হয় যদি সঙ্গীর সঙ্গে সোজাসুজি কথা বলে নিতে পারেন।


Skip to content