শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

কিছু সম্পর্ক একটু বেশি স্পর্শকাতর হয়। তাতে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনই সম্পর্কগুলির মধ্যে অন্যতম হল শাশুড়ি ও বউমার মধ্যে সম্পর্ক। ‘মা’ ও ‘মায়ের মতো’, এই দুই শব্দের ভারসাম্য একটু বিগড়ে গেলেই সংসারে অশান্তি নিশ্চিত। কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান কীভাবে বজায় রাখা যায়? এই বিষয়গুলি মেনে চললে শাশুড়ি ও বউমার সম্পর্কে মাধুর্য থাকবে। অভিজ্ঞ এক বাস্তু বিশেষজ্ঞের কথা অনুযায়ী —

বউমার জন্ম কুষ্ঠির অষ্টম ও দশম স্থানের গ্রহাধিপতিকে উৎসর্গ করে সেই দেবতার বীজমন্ত্র জপ করা উচিত শাশুড়ি মায়ের।
সংসারে শান্তি বজায় রাখতে খাবার এবং অন্যান্য সামগ্রী দানও করা উচিত।

বাড়ির মন্দির বা ঠাকুরের জায়গাটি উত্তর-পূর্ব দিকে রাখুন।

ঘরে যেন কোনও দুর্গন্ধ না থাকে। পারলে সুগন্ধী ধুপও জ্বালিয়ে রাখতে পারেন যাতে শাশুড়ি ও বউমা দু’ জনেরই মন শান্ত থাকে।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

ছোট্ট বাম্বুপ্লান্ট ঘরে রাখতে পারলে খুবই ভালো। এটি ঘরে রাখলে যেমন শান্তি বজায় থাকে, তেমনই সংসারের শ্রীবৃদ্ধি হয়।

পারলে একবেলার খাবার বৌমা শাশুড়ির সঙ্গে খান। খাবার খেতে খেতে নানা কথা বলা যায়। একটু সময় একসঙ্গেও কাটানো যায়। একে অন্যের পছন্দ-অপছন্দের কথাও জানতেও পারা যায় ।

ক্যাকটাস বা অন্য কাঁটা জাতীয় গাছ ঘরের অন্দরে এক্কেবারেই রাখবেন না। এতে শাশুড়ির সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

Skip to content