ফোড়ন হিসেবে আমরা প্রায়ই লবঙ্গ ব্যবহার করে থাকি রান্নাতে। দাঁতের ব্যথা কিংবা শুকনো কাশি হলেও কিন্তু লবঙ্গই কিন্তু অব্যর্থ। তবে জানেন কি, রূপচর্চাতেও লবঙ্গের জুড়ি মেলা ভার। ভাবছেন কী ভাবে ব্যবহার করবেন লবঙ্গ তেল? নিয়মিত এই তেল ব্যবহার করলেই ত্বক ও চুলের অনেক সমস্যা সহজেই দূর করা যায়।
● রান্নার সময় তেল ছিটকে ফোসকা পড়ে অনেক সময় হাতে পায়ে দাগ হয়ে যায়। চিন্তার কিছু নেই, লবঙ্গ তেলেই মিলতে পারে সমাধান। লবঙ্গ তেল যে কোনও দাগ সহজেই তুলে দেয়।
● চুল পড়া কমাতে এবং চুলের সৌন্দর্য বাড়াতেও এই তেলের জুরি মেলা ভার। আধ চামচ লবঙ্গ তেলের সঙ্গে সম পরিমাণ অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণ চুলের গোড়ায় লাগালে চুলের গোড়া শক্ত হবে, খুব ভালো ফল পাওয়া যাবে।
● মুখের ব্রণর সমস্যায় দারুণ কার্যকরী এই তেল। লবঙ্গ তেলের অ্যান্টিসেপটিক গুণ ব্রণ সৃষ্টিকারী ক্ষতিকর ব্যাক্টেরিয়াগুলিকে নিমেষেই মেরে ফেলে। তাছাড়া, এই তেলে উপস্থিত বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্রণর দাগ-ছোপও নিমেষে মিলিয়ে দেয়।
● শীতকালে রাতে ঘুমাতে যাওয়ার আগে লবঙ্গ তেল লাগালে ত্বক উজ্জল হয়।
● প্রতিদিন মুখে লবঙ্গ তেল লাগিয়ে মিনিট দশেক মালিশ করলে ত্বকের হারানো জেল্লা ফিরে পাওয়া যায়। একমকী বলিরেখা দূর হয়ে য়ায়।