শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অবাক হয়ে যাচ্ছেন? ধনেপাতা দিয়ে আবার ফেসপ্যাক হয় নাকি! রূপ বিশেষজ্ঞরা বলছেন, আমাদের রান্নাঘরে এমন অনেক কিছুই রয়েছে, যা কিনা মাত দিতে পারে যে কোনও বাজার চলতি প্রসাধনীকে। আর উপরি পাওনা হল এসবের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ঠিক যেমন ধনেপাতা। যাঁরা খুব ব্রণর সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য ধনে পাতার ফেসপ্যাক দারুণ কাজ করবে!
 

কীভাবে তৈরি করবেন এই ফেসপ্যাক?

এই ফেসপ্যাক তৈরি করতে লাগবে কিছু পরিমাণ ধনেপাতা, একটা টম্যাটো এবং গোলাপ জল। যাঁদের তৈলাক্ত ত্বক তাঁরা এর মধ্যে সামান্য পরিমাণে লেবুর রস মিশিয়ে দিতে পারেন। এছাড়া এর সঙ্গে লাগবে মূলতানি মাটিও।

আরও পড়ুন:

বাংলাদেশের জাগ্রত মন্দিরে মন্দিরে, পর্ব-৪১: কালীবাড়ি হলেও এখানে কোনও কালীমূর্তি পুজো করা হয় না

সোনার বাংলার চিঠি, পর্ব-৫: বিশ্ব সাহিত্য কেন্দ্র— বইয়ের জন্য ভালোবাসা

প্রথমে ছোট ছোট করে টম্যাটো টুকরো করে কেটে নিন। তার মধ্যে ধনেপাতা, গোলাপ জল ও মূলতানি মাটি দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। সব কিছু ভালো করে মিশে গেলে মুখে ব্যবহার করুন। আধঘণ্টা মতো রেখে উষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক সপ্তাহে অন্তত দু’ দিন ব্যবহার করুন।
আরও পড়ুন:

ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-৭: রঙের খেলা আর উইসকনসিনের আঁকাবাঁকা ফাঁকা রাস্তা—জীবনীশক্তিকে আরও উসকে দেয়

দশভুজা: ‘ওগো তুমি যে আমার…’— আজও তাঁর জায়গা কেউ নিতে পারেনি/২

এই ফেসপ্যাক ত্বকের জন্য খুবই উপকারি। রোদে পোড়া ত্বকে জেল্লা ফেরাতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক। শুধু তাই নয়, ব্রণ সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁরা অবশ্যই ব্যবহার করুন ধনেপাতার এই ফেসপ্যাক।

Skip to content