শুক্রবার ৪ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

বাড়িতে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে বাড়ির মেঝেতে। বাড়ি যতই সুন্দর করে সাজান না কেন, মেঝেতে যদি দাগ লেগে থাকে তাহলে সব সৌন্দর্যই নষ্ট হয়ে যায়৷ তাই সবার আগে যত্ন নিতে হবে মেঝের। অনেকের বাড়িতে অনেক রকমের মেঝে দেখা যায়, যেমন: মোজাইক, মার্বেল, টাইলস, সিমেন্ট ইত্যাদি। টাইলসের ধরন অনুযায়ী যত্ন নেওয়া প্রয়োজন। জেনে নিন টাইলসের মেঝের রোজকার যত্ন করার সঠিক নিয়ম।

এখন অনেকে বিভিন্ন ধরনের নকশা বা ডিজাইনের টাইলস ব্যবহার করেন। এই ধরনের মেঝে পরিষ্কার রাখার জন্য সপ্তাহে অন্তত একদিন ঘরোয়া উপায়ে হালকা গরম জলে ভিনিগার মিশিয়ে ঘর মুছতে হবে। এতে টাইলসের উজ্জ্বলতা বজায় থাকে। ঘর রোগ-জীবাণুমুক্ত হয়। বিশেষ করে বাথরুমের মেঝে পরিষ্কার রাখতে এই পদ্ধতি প্রয়োগ করে দেখতে পারেন।

আর প্রতিদিন এমনি জল দিয়েই মুছে পরিষ্কার রাখতে হবে মেঝে। শুরুতেই কিন্তু টাইলসে কোনও ময়লা জমে না। দীর্ঘদিনের ব্যবহারের পর ধীরে ধীরে দাগ পড়তে শুরু করে, কিংবা টাইলসের ফাঁকে ময়লা জমে কালো হয়ে যায়। মেঝে পরিষ্কারের সময় টাইলসের এই জোড়া জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে।

বেকিং সোডা দিয়ে পরিষ্কার
টাইলসের কোনার দাগ দূর করার জন্য বেকিং সোডার সাহায্য নিতে পারেন। এক্ষেত্রে একটি পাত্রে বেকিং সোডা ও গরম জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। তারপর এই পেস্টটি সেই দাগের উপর লাগিয়ে পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে নিন। এতে কোনার ময়লা দাগ পরিষ্কার হবে। ১০ মিনিট এই ভাবে রেখে গরমজল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন টাইলসের বর্ডারের দাগ আর নেই। ঠিক এভাবেই আপনি ঘরের টাইলসের মেঝের দাগ পরিষ্কার করে মেঝে ঝকঝকে করে নিতে পারবেন।

ডিটারজেন্ট সলিউশন
টাইলস বা টাইলসের মেঝে যদি বেশি অপরিষ্কার মনে হয় তাহলে জলের সঙ্গে ডিটারজেন্ট মিশিয়ে পরিষ্কার করতে পারেন।

হলদে দাগ ও চিট ময়লা
টাইলসে অনেক সময় হলদে দাগ ও চিট ময়লা জমে যায়। এর জন্য এক বালতি জলে চার ভাগের এক ভাগ পরিমাণ অ্যামোনিয়া মিশিয়ে নিয়ে তাতে একটি কাপড় ভিজিয়ে টাইলস মুছে নিন। এতে টাইলসে লেগে থাকা হলদে দাগ ও ময়লা সহজে দূর হবে। এই ধরনের দাগ দূর করতে অ্যামোনিয়া ভালো কাজ করে আর মেঝে দ্রুত চকচকে করে তুলতেও এর জুড়ি মেলা ভার।

সবশেষে যত্ন
মেঝে পরিষ্কার করার পর শুকনো কাপড় দিয়ে মুছবেন। তাহলে শুকনো হলেও মেঝেতে জলের শুকনো দাগ থাকবে না।

মনে রাখতে হবে
ঘর মোছা হয়ে গেলে ফ্যান চালিয়ে জল শুকিয়ে নিন। নয়তো টাইলসের কোণে জল জমে স্যাঁতসেঁতে হয়ে থাকতে পারে। আবারও সেখানে ধীরে ধীরে নতুন করে দাগ শুরু হতে পারে।

Skip to content